শিরোনামঃ
নিউজরুম ০৬-০৮-২০২৪ ১১:৩৫ পূর্বাহ্ন |
লালমনিরহাট জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সুমন খানের থানা রোড (কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন) এলাকার বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এ ঘটনার পর তার বাড়ি থেকে ছয়জনের মরদেহ উদ্ধার করা হয়।
সোমবার (৫ আগস্ট) রাত ৩টায় পুড়ে যাওয়া ভবন থেকে মরদেহগুলো উদ্ধার করে ফায়ার সার্ভিস। তাদের পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। ছয়জনের মরদেহ লালমাইয়ের সদর হাসপাতালে পড়ে আছে।
এর আগে সোমবার (৫ আগস্ট) বিকেলে এ ঘটনা ঘটে। এসময় বাড়িতে আওয়ামী লীগ নেতা ও তার পরিবারের কেউ ছিলেন না।
এ বিষয়ে ফায়ার সার্ভিসের লালমনিরহাটের স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) সহিদার রহমান বলেন, খবর পেয়ে সেনাবাহিনীর সহায়তায় ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণ করি। পরে বাড়ি থেকে ছয়জনের মরদেহ উদ্ধার করা হয়।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com