বাইরে তালা ঝুলিয়ে ভেতরে বেচাকেনা, দুই দোকানিকে জরিমানা
১৪ অক্টোবর, ২০২৫ ০৬:০০ পূর্বাহ্ন

  

বাইরে তালা ঝুলিয়ে ভেতরে বেচাকেনা, দুই দোকানিকে জরিমানা

নিউজরুম
০২-০৮-২০২১ ০৬:৪১ পূর্বাহ্ন
বাইরে তালা ঝুলিয়ে ভেতরে বেচাকেনা, দুই দোকানিকে জরিমানা

নোয়াখালীর সেনবাগে বিধিনিষেধে দোকানের বাইরে থেকে তালা লাগিয়ে ভেতরে বেচাকেনা করায় দুই দোকানিকে ৬০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে দোকান দু’টি সিলগালা করা হয়।

প্রতিষ্ঠান দুটি হচ্ছে, সেনবাগ পৌরসভার সুমি হার্ডওয়্যার ও ভাই ভাই স্টোর। এসময় প্রতিষ্ঠান দু’টির মালিক আবদুল্লাহ আল মামুন ও টিকলু সাহাকে ৩০ হাজার টাকা করে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।

রোববার (১ আগস্ট) দুপুরে সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম মজুমদার এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

তিনি বলেন, ওই দুটি দোকানে বাইরে থেকে তালা দিয়ে ভেতরে বেচাকেনা অব্হোত রেখে সরকারি নির্দেশনা অমান্য করায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদেরকে এ দণ্ড দেয়া হয়েছে। এছাড়া উপজেলার বিভিন্ন হাট-বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১২টি মামলায় ৬৫ হাজার ৮০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

বিধিনিষেধের ১০ম দিনে সরকারি নির্দেশনা অমান্য করে দোকানপাট খোলা রাখা, বিনা প্রয়োজনে বাড়ি থেকে বের হওয়া ও মাস্ক না পরে হাট-বাজারে ঘোরাঘুরি করার অপরাধে এসব অর্থদন্ড করা হয়।

অপদিকে, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান রনি জানান, জেলায় ১০৮ মামলায় ১১৪ জনকে এক লাখ ৪৩ হাজার ৪৫০ টাকা জরিমানা করা হয়েছে।


নিউজরুম ০২-০৮-২০২১ ০৬:৪১ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 513 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com