র‌্যাবের অভিযানে নগদ টাকাসহ ১০ চাঁদাবাজ আটক
১৪ অক্টোবর, ২০২৫ ০৮:২০ পূর্বাহ্ন

  

র‌্যাবের অভিযানে নগদ টাকাসহ ১০ চাঁদাবাজ আটক

নিউজরুম
০১-০৮-২০২১ ০৯:৩৬ অপরাহ্ন
র‌্যাবের অভিযানে নগদ টাকাসহ ১০ চাঁদাবাজ আটক

সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকা থেকে ১০ পরিবহন চাঁদাবাজকে আটক করেছে র‌্যাব। এসময় তাদের কাছ থেকে চাঁদাবাজির ১৪ হাজার ৪০০ টাকা জব্দ করা হয়েছে।

রোববার (১ আগস্ট) বিকেল ৪টায় র‌্যাব-১১ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে শনিবার (৩১ জুলাই) সন্ধ্যা ৬টায় তাদেরকে আটক করা হয়।

আটকরা হলেন, মো. লিটন হাওলাদার (৩৫), মো. আলতাফ হোসেন খোকন (৩০), মো. আরিফুল ইসলাম আরিফ (২৪), মো. এরশাদ (৩৫), মো. ফয়সাল আহম্মেদ (২৫), মো. হযরত আলী (৩০), মো. আবুল হাসেম শেখ (৩২), মো. জহির (৩৫), মো. নূর ইসলাম লিসন (২৮) এবং মো. রতন (২৮)।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, একটি চাঁদাবাজ চক্র সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় ঢাকা-চট্টগ্রামগামী চলাচলরত পরিবহনের চালক ও হেলপারদের হুমকি দিয়ে জোরপূর্বক পরিবহন প্রতি দৈনিক চাঁদা আদায় করছিল। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।


নিউজরুম ০১-০৮-২০২১ ০৯:৩৬ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 330 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com