মিশরকে হারিয়ে সেমিতে ব্রাজিল
১০ অক্টোবর, ২০২৫ ০৯:৫৮ অপরাহ্ন

  

মিশরকে হারিয়ে সেমিতে ব্রাজিল

নিউজরুম
৩১-০৭-২০২১ ০৮:১০ অপরাহ্ন
মিশরকে হারিয়ে সেমিতে ব্রাজিল

ম্যাচে দাপট দেখিয়েই খেলল ব্রাজিল। কিন্তু অলিম্পিক চ্যাম্পিয়নদের একদম ছেড়ে কথা বলেনি মিশর। ফলে এক গোলের বেশি আদায় করতে পারেনি সেলেসাওরা। অলিম্পিক ফুটবলে আজ (শনিবার) মিশরকে ১-০ গোলে হারিয়ে সেমিফাইনালে নাম লিখিয়েছে ব্রাজিল।

সাইতামা স্টেডিয়ামে ম্যাচের শুরুর দিকে দুটি সুযোগ তৈরি করেছিল মিশর। তবে ৩৭ মিনিটের মাথায় পিছিয়ে পড়ে তারা। রিচার্লিসনের পাস বক্সের মধ্যে পেয়ে ডান পায়ের শটে জাল কাঁপান ম্যাথিউস চুনহা।

প্রথমার্ধে যোগ করা সময়ে আরও একটি গোল পেতে পারতো ব্রাজিল। ডগলাস লুইসের বক্সের বাইরে থেকে নেয়া ফ্রি-কিক একটুর জন্য গোল হয়নি। ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় হলুদ জার্সিধারীরা।

jagonews24

দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার আরও বাড়ায় ব্রাজিল। মুহুর্মূহু আক্রমণের মাঝে ৫৯ মিনিটে লুইসের একটি শট পোস্টের খুব কাছে দিয়ে ডান পাশ ঘেঁষে চলে যায়।

এরপর আরও অনেকগুলো সুযোগ তৈরি করেছে সেলেসাওরা। কিন্তু গোলমুখ আর খুলতে পারেনি। শেষ পর্যন্ত ১-০ গোলের জয় নিয়েই শেষ চারে উঠেছে অলিম্পিকের বর্তমান চ্যাম্পিয়নরা।


নিউজরুম ৩১-০৭-২০২১ ০৮:১০ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 345 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com