বাপ্পা মজুমদারের 'নীল মাছি'
১৫ অক্টোবর, ২০২৫ ০৬:০৪ পূর্বাহ্ন

  

বাপ্পা মজুমদারের 'নীল মাছি'

নিউজরুম
৩১-০৭-২০২১ ০৮:১০ অপরাহ্ন
বাপ্পা মজুমদারের 'নীল মাছি'

দেশবরেণ্য কণ্ঠশিল্পী বাপ্পা মজুমদার আসছেন নতুন গান নিয়ে। নাম 'নীল মাছি'। গানটির কথা এবং সুর পলিন কাউসারের।

নতুন এই গানটির সংগীত আয়োজন করেছেন রাজন সাহা।

নতুন এ গান নিয়ে বাপ্পা মজুমদার বলেন, 'গানটি এক কথায় চমৎকার ও সাবলীল। কথা এবং সুরে ভিন্নতা এনেছে পলিন। আর রাজনের সাথে এর আগেও কাজ হয়েছে। আমার ওর কাজ বরাবরই ভালো লাগে।

বেশ আনন্দ নিয়ে গানটি গেয়েছি। গানটিতে একটি আলাদা আবেদন আছে। যা শ্রোতাদের টানতে সক্ষম হবে।'

এদিকে রাজন সাহা জানান, গানটির সংগীতচিত্র তৈরির কাজ চলছে। খুব শিগগিরই প্রযোজনা প্রতিষ্ঠান স্টুডিও জয়া'র অফিসিয়াল ইউটিউব চ্যানেল, অফিসিয়াল ফেইসবুক পেইজ এবং অফিয়াল ওয়েবসাইটে 'নীল মাছি' গানটি এক যোগে অবমুক্ত হতে যাচ্ছে।


নিউজরুম ৩১-০৭-২০২১ ০৮:১০ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 551 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com