শিরোনামঃ
![]() ৩০-০৭-২০২১ ০৫:৩৪ অপরাহ্ন |
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) দুই খাবারের দোকান ও একটি সেলুনে চুরির ঘটনা ঘটেছে। এতে একটি মোবাইল ফোনসহ আনুমানিক ২০ হাজার টাকার মালামাল চুরি হয়েছে।
বৃহস্পতিবার (২৯ জুলাই) রাতে শাহ আমানত হলের সামনে গাউসিয়া কুলিং কর্নার, ফেনসি হেয়ার কাটিং ও কাশেম কুলিং কর্নারে টিন কেটে ও দরজা ভেঙে এ চুরির ঘটনা ঘটে।
চবি ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. আখতার হোসেন বলেন, শুক্রবার (৩০ জুলাই) সকাল ৭টার দিকে ঘটনা জানতে পারি। বিষয়টি সঙ্গে সঙ্গেই দুই সহকারী প্রক্টরকে জানানো হয়। দোকানের নিরাপত্তা নিশ্চিতে উপযুক্ত ব্যবস্থা গ্রহণে বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আহ্বান জানান তিনি।
চবি পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) আব্দুর রহিম বলেন, দোকানের মালিক একজনকে সন্দেহজনকভাবে এনেছিলেন। পরে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করে। এছাড়া দুইজন সহকারী প্রক্টও ও দোকান মালিক সমিতির সদস্যারা থানায় মুচলেকা দিয়ে ওই ছেলেকে ছাড়িয়ে নেয়।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com