টোকিওতে বাংলাদেশের দুই সাঁতারুর অনুশীলন
১১ অক্টোবর, ২০২৫ ০১:২১ পূর্বাহ্ন

  

টোকিওতে বাংলাদেশের দুই সাঁতারুর অনুশীলন

নিউজরুম
২৮-০৭-২০২১ ০৬:২৮ অপরাহ্ন
টোকিওতে বাংলাদেশের দুই সাঁতারুর অনুশীলন

টোকিওতে ছোট হয়ে আসছে বাংলাদেশ কন্টিনজেন্ট। ইতিমধ্যে গেমসের প্রতিযোগিতা থেকে বিদায় নিয়েছেন শ্যুটার আব্দুল্লাহ হেল বাকি ও আরচার রোমান সানা। শ্যুটার বাকি দেশে ফিরলেও রোমান সানা রয়ে গেছেন টোকিওতে।

এখনও খেলা বাকি আরচার দিয়া সিদ্দিকী, দুই সাঁতারু আরিফুল ইসলাম ও জুনাইনা আহমেদ এবং অ্যাথলেট জহির রায়হানের। আরচার দিয়া সিদ্দিকী ব্যক্তিগত রিকার্ভে খেলবেন বৃহস্পতিবার।

দুই সাঁতারু আরিফুল ইসলাম ও জুনাইনা আহমেদ তাদের নিয়মিত ওয়ার্মআপের অংশ হিসেবে বুধবার টোকিওতে সেরেছেন তাদের আরেকটি অনুশীলন সেশন।

মার্চপাস্টে জাতীয় পতাকা বহনের জন্য আরিফুল আগেই টোকিও গেছেন। জুনাইনা গেছেন পরে। সাঁতারুরা সকাল-বিকেল দুই সেশন করে অনুশীলন করছেন। আরিফুল এ পর্যন্ত ১১ সেশন এবং জুনাইনা ৪ সেশন অনুশীলন করেছেন।

দুই সাঁতারুই অংশ নেবেন ৫০ মিটার ফ্রিস্টাইলে। ৩০ জুলাই প্রতিযোগিতার চার নম্বর হিটে অংশ নেবেন আরিফুল ইসলাম এবং জুনাইনা আহমেদ অংশ নেবেন ৩ নম্বর হিটে।

অ্যাথলেট জহির আহমেদ ৪০০ মিটার হিটে অংশ নেবেন ১ আগস্ট।


নিউজরুম ২৮-০৭-২০২১ ০৬:২৮ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 332 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com