শিরোনামঃ
![]() ২৭-০৭-২০২১ ০৭:২৮ অপরাহ্ন |
চলতি বছরের ফেব্রুয়ারিতে শুরু হয়েছিলো রনি ভৌমিকের প্রথম সিনেমা ‘মৃধা বনাম মৃধা’র শুটিং। প্রায় ২০০ এরও বেশি বিজ্ঞাপন নির্মাণ করা এ পরিচালকের সিনেমার শুটিং শেষের পথে।
অনেকটা চুপিসারেই কাজ শুরু করেছিলেন তিনি৷ ছবিটির শুটিং মাঝামাঝি পর্যায়ে এলে বেশ ঘটা করে বিষয়টি সামনে আনেন নির্মাতা। তিনি চেয়েছিলেন ছবিটির কাজ শেষ করে সবাইকে জানাতে, যার জন্য একটু সময় নিয়েছেন।
এরমধ্যে গত ১৮ ও ১৯ জুলাই ঢাকার অদূরে চট্টগ্রামের বিভিন্ন লোকেশনে এর শুটিং করেছেন ছবিটির কলাকুশলীরা। এসময় শুটিংয়ে অংশ নিয়েছিলেন তারিক আনাম খান, সিয়াম আহমেদ, নোভা ফিরোজ, সানজিদা প্রীতি প্রমুখ।
দুই লটের শুটিং শেষে এ মাসের শেষের দিকে শেষ লটের শুটিং হওয়ার কথা রয়েছে। এমনটাই জানালেন নির্মাতা রনি।
তিনি বলেন, 'প্রথমত আমরা চেয়েছিলাম ছবিটির কাজ শেষ করে সবাইকে জানাতে। ফেব্রুয়ারিতেই আমাদের শুটিং অনেকখানি শেষ হয়েছিলো। এরপর ঈদের আগে দুইদিন চট্টগ্রাম শহরের ভিতরে বিভিন্ন লোকেশনে এর কিছু দৃশ্যায়ন শেষ করি। এরমধ্যে গানের কিছু দৃশায়নও ছিলো। আশা করছি সামনের লটে কাজ সম্পূর্ণ করে ফেলতে পারবো।'
তিনি আরও বলেন, 'আমাদের প্রায় ৯০ ভাগ অংশের কাজ শেষ। আর অল্প কিছু অংশ বাকি রয়েছে। লকডাউনে শুটিং করতে সমস্যা না হলে ২৯ জুলাই থেকেই শেষ লটের শুটিং করার প্ল্যান আছে।'
ছবিটি নিয়ে এর অভিনেতা সিয়াম আহমেদ বলেন, ‘মৃধা বনাম মৃধা’ হচ্ছে পারিবারিক গল্পের একটি সিনেমা। যে গল্পটা সবাই নিজেদের সঙ্গে মেলাতে পারবে। গল্পটা যত সাধারণ ঠিক ততটাই কমপ্লিকেটেড। পরিবারের বিভিন্ন মুহূর্ত, পরিস্থিতি; এরকম অনেককিছুই আছে যেখানে আমরা কষ্ট মেনে নিয়েও হেসে দিয়েছি। বাবা-ছেলের সম্পর্কের গল্প রয়েছে, পরিবারের সবার সাথে একটা সুন্দর মেলবন্ধন, ভুল বোঝাবুঝি সবকিছুই রয়েছে।'
অভিনেত্রী নোভা বলেন, 'সিনেমা যেহেতু একটা বড় প্ল্যাটফর্ম তার জন্য অবশ্যই একটা আলাদা প্রস্ততির বিষয় থাকে। আমি সে অনুযায়ী হোমওয়ার্ক করে তারপরই কাজে অংশ নিয়েছি। এরকম একটা টিম এবং সহশিল্পীদের সঙ্গে কাজ করে সত্যি বেশ ভালো লাগছে।'
টোস্টার প্রোডাকশন প্রযোজিত এ সিনেমাতে সিয়ামের সঙ্গে জুটি বেঁধেছেন নোভা ফিরোজ। এছাড়াও আরও অভিনয় করেছেন সানজীদা প্রীতি, তারিক আনাম খান প্রমুখ।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com