শিল্পার স্বামীর ব্যাংক অ্যাকাউন্ট জব্দ
১৫ অক্টোবর, ২০২৫ ০৪:৩০ অপরাহ্ন

  

শিল্পার স্বামীর ব্যাংক অ্যাকাউন্ট জব্দ

নিউজরুম
২৭-০৭-২০২১ ০৩:৪১ অপরাহ্ন
শিল্পার স্বামীর ব্যাংক অ্যাকাউন্ট জব্দ

বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির ব্যবসায়ী স্বামী রাজ কুন্দ্রাকে ১৯ জুলাই রাতে মুম্বাই পুলিশ গ্রেফতার করে। অশ্লীল চলচ্চিত্র তৈরি এবং মোবাইল অ্যাপ্লিকেশনগুলোর মাধ্যমে প্রকাশের অভিযোগে তাকে গ্রেফতার করা হয়।

সম্প্রতি বলিউড হাঙ্গামা তাদের এক প্রতিবেদন প্রকাশ করে, মুম্বাই ক্রাইম ব্রাঞ্চ কানপুরে রাজ্য কুন্দ্রার দুটি অ্যাকাউন্ট জব্দ করার জন্য স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াকে নির্দেশ দিয়েছে।

সাথে কুন্দ্রার প্রযোজনা সংস্থার অন্যতম একজন কুবিন্দ শ্রীবাস্তবের বিরুদ্ধে বেশকিছু ব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ।

প্রতিবেদন অনুসারে, এই অর্থ শ্রীবাস্তবের স্ত্রীর কাছেও হস্তান্তর করা হয়েছে।

এদিকে পর্নোগ্রাফি মামলায় এখন অব্দি রাজ কুন্দ্রার চার কর্মচারী তার বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন।

প্রসঙ্গত, রাজের অ্যাপ্লিকেশন হটসটে ২০ লাখ সাবস্ক্রাইবার পাওয়া গেছে। ১১৯টি এডাল্ট সিনেমার জন্য ১.২ মিলিয়ন মার্কিন ডলারের চুক্তি করেছিলেন তিনি।


নিউজরুম ২৭-০৭-২০২১ ০৩:৪১ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 324 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com