মীরাবাইয়ের অলিম্পিক জয় : বলিউডে উৎসব
১১ অক্টোবর, ২০২৫ ০৫:৪২ পূর্বাহ্ন

  

মীরাবাইয়ের অলিম্পিক জয় : বলিউডে উৎসব

নিউজরুম
২৫-০৭-২০২১ ০৮:৪৬ অপরাহ্ন
মীরাবাইয়ের অলিম্পিক জয় : বলিউডে উৎসব

করনম মালেশ্বরীর পর কেটে গেছে ২৬ বছর। এ দীর্ঘ বিরতির পর ভারতকে অলিম্পিকে দ্বিতীয় ভারোত্তোলক হিসেবে পদক এনে ইতিহাস রচনা করলেন মীরাবাই।

এবারের অলিম্পিক ২০২০ এ ভারতের হয়ে প্রথম কোনো পদক জিতলেন তিনি৷

মীরাবাই এর রুপা জয়ে ভারতের শুধু ক্রিড়াপ্রেমিরা নয়, খুশিতে উন্মাদ হয়েছেন বলিউড তারাকারাও। ভারতের ইতিহাসে নাম লেখানো এই মীরাবাই চানুকে নিয়ে বলিউড তারকাদের সামাজিক যোগাযোগমাধ্যম যেন শুভেচ্ছার ফুলঝুরি।

মীরাবাইয়ের ছবি শেয়ার করে কারিনা কাপুর লিখেছেন, 'আমাদের প্রথম পদকজয়ী এখানে। মীরাবাই আপনি আমাদের পুরো ভারতকে গৌরবান্বিত করেছেন।'

তাপসী পান্নু লিখেন, 'মীরাবাই চানু! নামটি মনে রাখবেন সবাই। এবারের অলিম্পিকে আমাদের প্রথম রৌপ্য এনে দিয়ে আপনি আমাদের গর্বিত করেছেন। পুরো ভারত আপনাকে সারাজীবন মনে রাখবে।'

একই প্রসঙ্গে কঙ্গনা রানাওয়াত লেখেন, 'এটাই হচ্ছে আমাদের চ্যাম্পিয়ন। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।'

অপরদিকে ভারতের খ্যাতিমান পরিচালক মহেশ ভাট লেখেন, 'এ যেন উড়ন্ত সূচনা। অসংখ্য অসংখ্য শুভেচ্ছা। এবারের অলিম্পিকে আমাদের প্রথম রুপা। আসলে, এইতো শুরু।'

এছাড়াও মীরাবাইয়ের পদক জয় উপলক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে আরো শুভেচ্ছা জানিয়েছেন অভিষেক বচ্চন, ভিকি কৌশল এবং দিয়া মির্জাসহ অনেকেই।


নিউজরুম ২৫-০৭-২০২১ ০৮:৪৬ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 342 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com