হকিতে জিতেছে জার্মানি অস্ট্রেলিয়া বেলজিয়াম ভারত
১১ অক্টোবর, ২০২৫ ০৫:৩৫ পূর্বাহ্ন

  

হকিতে জিতেছে জার্মানি অস্ট্রেলিয়া বেলজিয়াম ভারত

নিউজরুম
২৪-০৭-২০২১ ০৯:৩৯ অপরাহ্ন
হকিতে জিতেছে জার্মানি অস্ট্রেলিয়া বেলজিয়াম ভারত

টোকিও অলিম্পিক গেমস হকির প্রথম দিনে বড় জয় পেয়েছে জার্মানি। শনিবার 'বি' গ্রুপের ম্যাচে জার্মানি ৭-১ গোলে হারিয়েছে কানাডাকে।

এই গ্রুপের অন্য দুই ম্যাচে গ্রেট ব্রিটেন ৩-১ গোলে দক্ষিণ আফ্রিকা ও বেলজিয়াম ৩-১ গোলে নেদারল্যান্ডসকে হারিয়েছে।

'এ' গ্রুপের খেলায় অস্ট্রেলিয়া ৫-৩ গোলে জাপানকে, ভারত ৩-২ গোলে নিউজিল্যান্ডকে হারিয়েছে। আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার খেলা ১-১ গোলে ড্র হয়েছে।

অন্যদিকে মেয়েদের হকিতে প্রথম দিন নেদারল্যান্ডস ৫-১ গোলে হারিয়েছে ভারতকে ও আয়ারল্যান্ড ২- ০ গোলে হারিয়েছে দক্ষিণ আফ্রিকাকে।


নিউজরুম ২৪-০৭-২০২১ ০৯:৩৯ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 408 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com