শিরোনামঃ
![]() ২৪-০৭-২০২১ ০৯:৩৯ অপরাহ্ন |
প্রথম ম্যাচে বাংলাদেশের ৮ উইকেটের বড় জয় দেখে মনে হচ্ছিল, টেস্ট আর ওয়ানডের মত টি-টোয়েন্টি সিরিজও বুঝি একপেশে হবে। টাইগাররা বুঝি এ ফরম্যাটেও জিম্বাবুইয়ানদের হোয়াইটওয়াশ করবে।
কিন্তু ২৩ জুলাই দ্বিতীয় ম্যাচেই পাল্টেছে প্রেক্ষাপট। ২৩ রানে জিতে সিরিজে ফিরে এসেছে স্বাগতিকরা। এখন টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি পরিণত হয়েছে অঘোষিত ফাইনালে।
আগামীকাল ২৫ জুলাই রোববার হারারে স্পোর্টস ক্লাব মাঠে সিকান্দার রাজার বাহিনীর সাথে সিরিজ নিশ্চিতের লড়াইয়ে মাঠে নামবে মাহমুদউল্লাহ রিয়াদের দল।
বাবা-মায়ের অসুস্থতার কারণে আগেই দেশে ফিরেছেন মুশফিকুর রহীম। হাঁটুর ইনজুরির কারণে ওয়ানডে সিরিজ খেলে বিশ্রামে তামিম ইকবাল। এর মধ্যে আবার প্রথম টি-টোয়েন্টিতে ফিল্ডিংয়ের সময় হাতে ব্যথা পেয়ে মাঠ ছেড়েছেন লিটন দাসও। পরে ব্যাটিংয়েও নামতে পারেননি।
কব্জির ব্যথার কারণে এবারের প্রিমিয়ার লিগেও বেশিরভাগ ম্যাচ খেলতে পারেননি লিটন, ঠিক সেখানেই আবার ব্যথা পেয়েছেন। তাই দ্বিতীয় টি-টোয়েন্টিতে আর খেলা হয়নি তার। রোববারের গুরুত্বপূর্ণ ম্যাচে কি লিটন মাঠে নামতে পারবেন?
হাতের ব্যথা কি কমেছে? নুরুল হাসান সোহান কিপিং করলে শুধু ব্যাটিং করার মত অবস্থা কি আছে তার? এ খবর নিতে গিয়ে মিলেছে অন্য তথ্য। কাল তো নয়ই, অন্তত আগামী আরও দুই সপ্তাহ মাঠে নামা হবে না লিটনের।
প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু আজ পড়ন্ত বিকেলে এক আলাপে জানিয়েছেন, ‘লিটন আগের জায়গায় ব্যথা পেয়েছে। তাই রোববার জিম্বাবুয়ের বিপক্ষে শেষ টি-টোয়েন্টি ম্যাচ খেলতে পারবে না। শুধু কালই নয়, অস্ট্রেলিয়ার সাথেও হয়তো প্রথম দুই থেকে তিন ম্যাচ ম্যাচ খেলতে পারবে না লিটন।’
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com