শিরোনামঃ
![]() ২২-০৭-২০২১ ০৭:২৪ অপরাহ্ন |
নিজেদের ক্রিকেট ইতিহাসের অন্যতম খারাপ সময়ের মধ্যে রয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট দল। সবশেষ দশটি ওয়ানডে ম্যাচের মধ্যে মাত্র ১টিতে জিতেছে ৯৬’র বিশ্বকাপজয়ীরা। সেই জয়টিও বাংলাদেশের কাছে প্রথম দুই ম্যাচ হেরে সিরিজ খোয়ানোর পর।
সবশেষ ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে জয়ের বড় সম্ভাবনা জাগিয়েও শেষ পর্যন্ত আর পারেনি দাসুন শানাকার দল। আগে ব্যাটিং করে ৯ উইকেটে ২৭৫ রান করেছিল শ্রীলঙ্কা। জবাবে ১৯৩ রানেই ৭ উইকেট হারায় ভারত। কিন্তু অষ্টম উইকেটে ভারতকে অবিশ্বাস্য জয় এনে দেন দীপক চাহার ও ভুবনেশ্বর কুমার।
জয়ের এত বড় সুযোগ আসার পরেও তা কাজে লাগাতে না পারায় দলের ওপর যারপরনাই হতাশ লঙ্কান কিংবদন্তি মুত্তিয়া মুরালিধরন। তার মতে, অনেকদিন ধরেই জিততে ভুলে গেছে শ্রীলঙ্কা। এ কারণেই মূলত জয়ের সুযোগ পেয়েও তা কাজে লাগানো সম্ভব হয়নি।
জনপ্রিয় ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ক্রিকইনফোকে মুরালি বলেছেন, ‘আমি আগেও বলেছি, শ্রীলঙ্কা জেতার পথটাই চেনে না। তারা গত কয়েক বছর ধরেই জিততে ভুলে গেছে। তাদের মাঠের কাজটা কঠিন হয়ে গেছে কারণ তারা জানেই না কীভাবে জিততে হয়।’
তিনি আরও যোগ করেন, ‘আমি আগেই বলেছিলাম যে, যদি ১০-১৫ ওভারের মধ্যে ভারতের ৩ উইকেট নিতে পারে শ্রীলঙ্কা, তাহলে তারা (ভারত) চাপে পড়ে যাবে এবং আসলেই ভারত চাপে পড়ে গিয়েছিল। কিন্তু দীপক চাহার ও ভুবনেশ্বর কুমারের দুর্দান্ত পারফরম্যান্স তাদের জিতিয়ে দিয়েছে।’
ম্যাচটিতে শুরুতেই ৩ উইকেট নিয়ে ভারতীয় ব্যাটিং লাইনআপে বড় ধাক্কা দিয়েছিলেন ভানিন্দু হাসারাঙ্গা। কিন্তু পরে তাকে আর বোলিং করাননি অধিনায়ক শানাকা। বরং ওভার বাঁচিয়ে রেখেছিলেন শেষদিকের জন্য। এ সিদ্ধান্ত মনঃপুত হয়নি মুরালির।
শ্রীলঙ্কার হারের কারণ বিশ্লেষণে আরও গভীরে গিয়ে মুরালি বলেছেন, ‘শ্রীলঙ্কা বেশ কিছু ভুল করেছে। তাদের উচিত ছিল ভানিন্দু হাসারাঙ্গার ওভার বাকি না রেখে, আগেই করিয়ে ফেলা। এতে উইকেট পাওয়ার সম্ভাবনা বাড়ত। তারা যদি ভুবনেশ্বর বা চাহারের মধ্যে একজনকেও আউট করতে পারত, তাহলে বাকি কাজ সহজ হয়ে যেত।’
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com