সজল-সারিকার গেম অফ লাইফ
১৫ অক্টোবর, ২০২৫ ১১:৪১ অপরাহ্ন

  

সজল-সারিকার গেম অফ লাইফ

নিউজরুম
২২-০৭-২০২১ ০৭:২৪ অপরাহ্ন
সজল-সারিকার গেম অফ লাইফ

শৈলীর সংসার বেশ ভালো ভাবেই চলছিলো। কোন এক সকালে কুরিয়ার যোগে শৈলির নামে চলে আসে প্লাটিনামের একটি আংটি। কে পাঠিয়েছে এ আংটি তার কোন ঠিকানা নাই। আংটি নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে শুরু হয় সন্দেহ।

আবির মনে করে এটি শৈলির পুরনো প্রেমিক পাঠিয়েছে। অপর দিকে নীরব একজন অন্ধ মানুষ। থাকে তাদের উপরে র তলায়।

সে বিষয় সমাধান করতে আসে তাতেও কোনো লাভ হয় না। অবশেষে আবির একদিন সেই পুরনো প্রেমিকাকে অনেক মারধর করে।

বিষয়টি শৈলী জানতে পেরে আবিরের উপর খেপে গিয়ে বাড়ি ছেড়ে চলে যায়। আশ্রয় নেয় ডাক্তার বোন লিলির বাসায়।

এরপর কি ঘটে? জানতে হলে দেখতে হবে নাটক 'গেম অফ লাইফ'। এটি পরিচালনা করেছেন দীপু হাজরা।

ঈদের দ্বিতীয় দিন বৃহস্পতিবার রাত ৯ টায় জিটিভিতে প্রচার হবে নাটকটি।


নিউজরুম ২২-০৭-২০২১ ০৭:২৪ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 326 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com