টোকিওতে রোমান-দিয়ার অলিম্পিক প্রস্তুতি
১১ অক্টোবর, ২০২৫ ০৫:২৩ অপরাহ্ন

  

টোকিওতে রোমান-দিয়ার অলিম্পিক প্রস্তুতি

নিউজরুম
১৯-০৭-২০২১ ০৯:২৯ অপরাহ্ন
টোকিওতে রোমান-দিয়ার অলিম্পিক প্রস্তুতি

অলিম্পিক গেমসে অংশ নিতে ইতিমধ্যেই জাপানের টোকিও গেছেন বাংলাদেশের ৬ ক্রীড়াবিদের মধ্যে ৪ জন। দুই আরচার-রোমান সানা ও দিয়া সিদ্দিকী, শ্যুটার আবদুল্লাহ হেল বাকি ও সাঁতারু আরিফুল ইসলামরা এখন গেমস শহরে। সাঁতারু জুনাইনা আহমেদ ও অ্যাথলেট জহির রায়হান টোকিও পৌঁছাবেন ২৬ জুলাই।

অলিম্পিক গেমসে বাংলাদেশের অংশগ্রহণ শুধুই অংশগ্রহণের জন্য হলেও এই প্রথম আরচারি ঘিরে আছে ভালো কিছু করার প্রত্যাশা। বিশেষ করে এ সময়ের দেশসেরা আরচার রোমান সানাকে নিয়ে অনেকেরই বিশ্বাস-তিনি ভালো করবেন।

যে ক্রীড়াবিদকে নিয়ে একটু আগ্রহ দেশের ক্রীড়ামোদীদের সেই আরচার রোমান সানা এবং দিয়া সিদ্দিকী টোকিওতে গেমসের প্রস্তুতি শুরু করে দিয়েছেন।

টোকিও থেকে বাংলাদেশ আরচারি ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল বলেছেন, ‘রোববার রোমানরা অনুশীলন ভেন্যুতে গিয়ে ওয়ার্মআপ করেছিল। আজ (সোমবার) সকাল থেকে দুপুর পর্যন্ত সেখানে অনুশীলন করেছে দুই আরচার। আগামীকাল (মঙ্গলবার) আবার অনুশীলনে যাবে তীরন্দাজরা।’

টোকিওকে প্রচণ্ড গরম। অনুশীলন করতে বেশ সমস্যা হয়েছে আরচারদের। ‘অত্যাধিক গরম। রোদও প্রখর। এর মধ্যেই রোমান ও দিয়া অনুশীলন করেছে’-বলেছেন কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল।


নিউজরুম ১৯-০৭-২০২১ ০৯:২৯ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 342 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com