লক্ষ্মীপুরে অটোরিকশা চালককে কুপিয়ে জখম
১৪ অক্টোবর, ২০২৫ ০৮:৫৪ অপরাহ্ন

  

লক্ষ্মীপুরে অটোরিকশা চালককে কুপিয়ে জখম

নিউজরুম
১৯-০৭-২০২১ ০৪:৪১ অপরাহ্ন
লক্ষ্মীপুরে অটোরিকশা চালককে কুপিয়ে জখম

লক্ষ্মীপুরে ভাড়ার জন্য ডেকে নিয়ে অটোরিকশাচালক মো. লিটন ওরফে বতাকে (৪৫) কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে আরমান হোসেন নামের এক যুবকের বিরুদ্ধে।

এ ঘটনায় সোমবার (১৯ জুলাই) দুপুরে আহত লিটনের ছোট ভাই মো. রিক্সন লক্ষ্মীপুরে মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

এর আগে রোববার (১৮ জুলাই) রাতে লক্ষ্মীপুর-কালিবাজার সড়কের সদর উপজেলার বাসু বাজার এলাকায় তাকে কোপানো হয়।

আহত লিটন লক্ষ্মীপুর পৌরসভার শিল্পী কলোনি এলাকার মৃত সফিকের ছেলে। তার মাথা ও হাতসহ শরীরের বিভিন্ন অংশে জখমের চিহ্ন রয়েছে।

ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্র জানায়, পৌরসভার বাঞ্চানগর এলাকার রায়হানের কাছ থেকে দৈনিক জমা হিসেবে অটোরিকশা ভাড়ায় চালান লিটন। সম্প্রতি লিটনকে বাদ দিয়ে অন্য চালক দেয়ার জন্য বাঞ্চানগর এলাকার মৃত শাহজাহানের ছেলে আরমান অটোমালিক রায়হানকে চাপ দেন। রায়হান সম্মত না হওয়ায় আরমান ক্ষিপ্ত হয়ে ওঠেন।

এর জেরে রোববার রাত ৯টার দিকে আরমান কৌশলে ভাড়া নেয়ার নাম করে অটোরিকশাসহ লিটনকে বাসু বাজার এলাকায় নিয়ে যায়। এক পর্যায়ে দেশীয় অস্ত্র দিয়ে লিটনকে কুপিয়ে ও পিটিয়ে জখম করে রাস্তায় ফেলে রেখে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসেন।

লিটনের ছোট ভাই মো. রিক্সন বলেন, ‘হত্যার উদ্দেশ্যে আরমান পরিকল্পিতভাবে আমার ভাইকে এলোপাতাড়ি কুপিয়েছে। আমরা এ হামলার বিচার চাই।’

এ ব্যাপারে লক্ষ্মীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আরমানের বিরুদ্ধে অভিযোগ পেয়েছি। এ বিষয়ে পুলিশ তৎপর। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’


নিউজরুম ১৯-০৭-২০২১ ০৪:৪১ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 350 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com