শিরোপা উদযাপনের দিনে গোল-উৎসবও করলো কিংসের মেয়েরা
১১ অক্টোবর, ২০২৫ ০৫:৩১ অপরাহ্ন

  

শিরোপা উদযাপনের দিনে গোল-উৎসবও করলো কিংসের মেয়েরা

নিউজরুম
১৯-০৭-২০২১ ০৪:৪১ অপরাহ্ন
শিরোপা উদযাপনের দিনে গোল-উৎসবও করলো কিংসের মেয়েরা

এক ম্যাচ হাতে রেখেই শিরোপা নিশ্চিত হয়েছিল বসুন্ধরা কিংসের মেয়েদের। সোমবার তাদের ছিল শেষ ম্যাচ। প্রতিপক্ষ নাসরিন স্পোর্টস একাডেমিকে উড়িয়ে দিয়ে গোল উৎসবে শিরোপা উদযাপন করলো সাবিনা-কৃষ্ণারা।

কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়াম বসুন্ধরা কিংস শেষ ম্যাচে ১৬-০ গোলে হারিয়েছে নাসরিন স্পোর্টস একাডেমিকে। ডাবল হ্যাটট্রিক করেছেন অধিনায়ক সাবিনা খাতুন।

চারটি গোল করেছেন কৃষ্ণা রানী সরকার, হ্যাটট্রিক সিরাত জাহান স্বপ্নার এবং একটি করে গোল করেছেন শামসুন্নাহার জুনিয়র, মারিয়া মান্ডা ও সুমাইয়া।

২৮ গোল করে লিগের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার জিতেছেন বসুন্ধরা কিংসের কৃষ্ণা রানী সরকার, লিগের সেরা খেলোয়াড় হয়েছেন আতাউর রহমান ভূঁইয়া কলেজ স্পোর্টিং ক্লাবের সোহাগী কিসকু।

সোমবার লিগের শেষ দিনে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের অধিনায়কের হাতে ট্রফি তুলে দিয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহসভাপতি আতাউর রহমান ভূঁইয়া মানিক।

এ সময় উপস্থিত ছিলেন বাফুফের নির্বাহী কমিটির সদস্য মাহফুজা আক্তার কিরণ, জাকির হোসেন চৌধুরী ও সাধারণ সম্পাদক মো.আবু নাইম সোহাগসহ অন্যান্য কর্মকর্তারা।


নিউজরুম ১৯-০৭-২০২১ ০৪:৪১ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 606 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com