শিরোনামঃ
![]() ১৫-০৭-২০২১ ০৭:৩৩ অপরাহ্ন |
অসুস্থতা, দুর্ঘটনা আর ইনজুরির ওপর কারো হাত নেই। যে কোনো সময়, যখন-তখন ঘটে যেতে পারে এসব। তবে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজের আগে কেন যেন বাংলাদেশকে চারদিক থেকে এসব সমস্যা আষ্টে-পৃষ্ঠে জড়িয়ে ধরেছে।
প্রথমে মুশফিকুর রহীমের বাবা-মার অসুস্থতা। তাদের অসুস্থতার খবরে উদ্বিগ্ন, বিচলিত মুশফিক ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ বাদ রেখেই হারারে থেকে দেশে ফিরে এসেছেন। অর্থাৎ আগামীকাল ১৬ জুলাই থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজে দলে থাকছেন না মিস্টার ডিপেন্ডেবল। আজ পড়ন্ত বিকেলে ঢাকাও পৌঁছে গেছেন মুশফিক।
ব্যাটিং স্তম্ভ মুশফিক নেই। ওদিকে বোলিং, বিশেষ করে পেস বোলিং ট্রাম্পকার্ড মোস্তাফিজুর রহমানও কাল প্রথম ওয়ানডে খেলতে পারবেন কি না, তা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে। গতকাল বুধবার প্র্যাকটিস ম্যাচে ।
আজও দলের সঙ্গে প্র্যাকটিস করেননি এ বাঁ-হাতি পেসার। অধিনায়ক তামিম ইকবাল ভিডিও কনফারেন্সেও নিশ্চিত করে বলতে পারেননি যে হ্যাঁ, মোস্তাফিজ খেলবেই।
মোস্তাফিজের খেলার সম্ভাবনা কতটা? জানওেত চাওয়া হলে টাইগার ওয়ানডে অধিনায়ক জানান, ‘মোস্তাফিজকে ফিজিও দেখছেন। ওর খেলার সুযোগ ফিফটি ফিফটি। আজকে আরও ভালোভাবে বুঝতে পারব। তবে এ মুহূর্তে তার সম্ভাবনা ফিফটি ফিফটি।’
অধিনায়ক ফিফটি ফিফটি বললেও ভেতর খবর, শুক্রবার প্রথম ওয়ানডে ম্যাচে অনিশ্চিত মোস্তাফিজ। জানা গেছে তার ‘টায়ার-১’ ইনজুরি। অন্তত তিন-চার দিন বিশ্রাম হচ্ছে এই ইনজুরি থেকে সেরে ওঠার প্রথম ও প্রধান দাওয়াই। তাই মোস্তাফিজের প্রথম ওয়ানডেতে মাঠে নামার সম্ভাবনা খুব কম।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com