শিরোনামঃ
![]() ১৫-০৭-২০২১ ০৯:৪১ অপরাহ্ন |
‘মার অসুস্থতার খবর শুনে নৌকা না পেয়ে দামোদর নদী সাঁতরে অসুস্থ মাকে দেখতে ছুটে গিয়েছিলেন ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর।’ মুশফিকুর রহীম যেন নতুন করে সেই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কথাই মনে করিয়ে দিলেন।
অসুস্থ বাবা-মাকে দেখতে সেই সাত সমুদ্র তোরো নদীর ওপার, জিম্বাবুয়ে থেকে ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ বাদ দিয়ে দেশে ফিরে এসেছেন মুশফিকুর রহীম। আজ বৃহস্পতিবার বিকেল ৫টায় রাজধানী ঢাকা এসে পৌঁছেছেন জাতীয় দলের এই নির্ভরযোগ্য ব্যাটসম্যান।
অনেকেরই ধারণা, ঢাকা পৌঁছেই বুঝি বগুড়ার উদ্দেশ্যে রওনা হবেন মিস্টার ডিপেন্ডেবল! কিন্তু না। তার আর সহসা বগুড়া যাওয়া হচ্ছে না। কারণ মুশফিকের অসুস্থ পিতা-মাতা দুজনই এখন ভর্তি ঢাকার ইউনাইটেড হাসপাতোলে।
বৃহস্পতিবার বিকেলে হারারে থেকে জোহানেসবার্গ ও দুবাই হয়ে ঢাকা পৌঁছে মুশফিক আগে চলে যান উত্তরায় নিজের বাসায়। সেখান থেকে করোনা আক্রান্ত বাবা-মায়ের সর্বশেষ অবস্থা জানতে যাবেন হাসপাতালে।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com