নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরতে যাওয়ার সময় আটক ১১ রোহিঙ্গা
১৫ অক্টোবর, ২০২৫ ১০:১৭ অপরাহ্ন

  

নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরতে যাওয়ার সময় আটক ১১ রোহিঙ্গা

নিউজরুম
১৫-০৭-২০২১ ০৭:৩২ অপরাহ্ন
নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরতে যাওয়ার সময় আটক ১১ রোহিঙ্গা

কক্সবাজারের টেকনাফের শামলাপুরে নিষেধাজ্ঞা অমান্য করে সাগরে মাছ ধরতে যাওয়ার সময় ১১ রোহিঙ্গাকে আটক করা হয়েছে।

বুধবার (১৪ জুলাই) রাত সাড়ে ৩টায় টেকনাফ ক্যাম্প নং-২৩ সংলগ্ন শামলাপুর নামার বাজার ও ঘাট থেকে তাদের আটক করে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) ও সেনাবাহিনী।

বৃহস্পতিবার (১৫ জুলাই) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) অধিনায়ক এসপি মো. তারিকুল ইসলাম তারিক।

এসপি তারিক জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, সরকারি আদেশ অমান্য করে অবৈধভাবে সাগরে মাছ ধরতে যাওয়ার উদ্দেশে শামলাপুর উত্তর ঘাট ও দক্ষিণ ঘাটে কিছু জেলে সমবেত হয়েছেন। এ সংবাদের ভিত্তিতে এপিবিএন ও সেনাবাহিনীর যৌথ অভিযান চালায়। এ সময় বহিরাগত ও শামলাপুর ক্যাম্পের ১১ রোহিঙ্গাকে আটক করা হয়।

এ নিয়ে শামলাপুর এপিবিএন ক্যাম্পে সাধারণ ডায়রি (জিডি) করা হয়েছে। জিডি নম্বর ২১১। পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।


নিউজরুম ১৫-০৭-২০২১ ০৭:৩২ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 314 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com