রোগী দেখতে বাড়িতে না যাওয়ায় চিকিৎসক লাঞ্ছিত
১৫ অক্টোবর, ২০২৫ ০৭:৫৯ অপরাহ্ন

  

রোগী দেখতে বাড়িতে না যাওয়ায় চিকিৎসক লাঞ্ছিত

নিউজরুম
১৩-০৭-২০২১ ০৪:২৪ অপরাহ্ন
রোগী দেখতে বাড়িতে না যাওয়ায় চিকিৎসক লাঞ্ছিত

রোগী দেখতে বাড়িতে না যাওয়ায় মিজানুর রহমান নামে এক যুবকের হাতে ২৫০ শয্যা বিশিষ্ট সুনামগঞ্জ সদর হাসপাতালের এক চিকিৎসক লাঞ্ছিত হয়েছেন।

মঙ্গলবার (১৩ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে হাসপাতালের জরুরি বিভাগে এ ঘটনা ঘটে।

খোঁজ নিয়ে জানা গেছে, অভিযুক্ত মিজানুর রহমান মিজান (২০) শহরের হাসননগর আরব উল্লাহর এলাকার ছেলে। অসুস্থ ভাইকে ডাক্তার দেখাতে ভোরে সদর হাসপাতাল থেকে চিকিৎসককে বাসায় নিতে এসেছিলেন। কিন্তু হাসপাতালের জরুরি বিভাগ ফেলে চিকিৎসক আবু জাহিদ মাহমুদ বাসায় যেতে অপারগতা জানান। রোগীকে হাসপাতালে নিয়ে আসতে বলেন।

সকাল সাড়ে ৭টার দিকে মিজানুর রহমান তার ভাইকে নিয়ে হাসপাতালের জরুরি বিভাগে আসেন এবং কর্তব্যরত চিকিৎসক আবু জাহিদ মাহমুদকে লাঞ্ছিত করে।

ভুক্তভোগী চিকিৎসক আবু জাহিদ মাহমুদ বলেন, ‘তার কথা মতো বাসায় গিয়ে রোগী না দেখায় সে আমাকে লাঞ্ছিত করেছে, আমি এর বিচার চাই।’

jagonews24

সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আনিসুর রহমান বলেন, ‘সকালে এক রোগীর স্বজন এসে জরুরি বিভাগের ডাক্তারকে তার বাসায় নিতে চেয়েছিল। কিন্তু তিনি যাননি। এরপর ওই রোগীকে নিয়ে হাসপাতালে এসে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসককে লাঞ্ছিত করে। এই ঘটনায় আইনি পদক্ষেপ নেয়া হবে।’

সুনামগঞ্জ সদর থানার ওসি তদন্ত এজাজুল ইসলাম বলেন, ‘চিকিৎসক লাঞ্ছিত করায় যুবককে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

উল্লেখ্য, মিজানুর রহমান এর আগে গত বছরের ৪ ডিসেম্বর রাতে সুনামগঞ্জ সদর হাসপাতালের এক নার্সকে ছুরিকাঘাতে আহত করেছিলেন। সে সময় মিজানুরের বিরুদ্ধে সদর থানায় মামলা দায়ের করা হয়েছিল এবং নার্সরা কর্মবিরতি পালন করেছিলেন।


নিউজরুম ১৩-০৭-২০২১ ০৪:২৪ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 373 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com