হার দিয়ে বিশ্বকাপ দাবা শুরু নিয়াজ-জিয়াদের
১২ অক্টোবর, ২০২৫ ০৪:৫২ পূর্বাহ্ন

  

হার দিয়ে বিশ্বকাপ দাবা শুরু নিয়াজ-জিয়াদের

নিউজরুম
১৩-০৭-২০২১ ০৪:২৪ অপরাহ্ন
হার দিয়ে বিশ্বকাপ দাবা শুরু নিয়াজ-জিয়াদের

হার দিয়ে বিশ্বকাপ দাবা শুরু করেছেন বাংলাদেশের তিন দাবাড়ু গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশে, গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান ও আন্তর্জাতিক মহিলা মাস্টার শারমিন সুলতানা শিরিন। সোমবার রাশিয়ার সোচিতে শুরু হচ্ছে বিশ্বকাপ দাবা।

নকআউট পদ্ধতিতে প্রথম রাউন্ডের প্রথম লেগে গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ (রেটিং ২৪০৪) হেরেছেন প্যারাগুয়ের গ্র্যান্ডমাস্টার ডেলগাডো রমিরেজ নেয়ুরিজের (রেটিং-২৬২২) কাছে এবং গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান (রেটিং-২৪২৯) হেরেছেন ইরানের গ্র্যান্ডমাস্টার ইদানি পোওয়ারের (রেটিং-২৬১৪) কাছে এবং মহিলা বিশ্বকাপ দাবার আন্তর্জাতিক মহিলা মাস্টার শারমীন সুলতানা শিরিন (রেটিং-২০১১) হেরেছেন যুক্তরাষ্ট্রের মহিলা গ্র্যান্ডমাস্টার ইয়েপ ক্যারিসসারের (রেটিং-২৪৩০) কাছে।

প্রথম রাউন্ডে প্রত্যেকে দু’টি করে ম্যাচে অংশ নেবেন। একটি সাদা ঘুঁটি নিয়ে এবং একটি কালো ঘুঁটি নিয়ে খেলবেন। প্রথম রাউন্ডের ফলাফল সমান হলে রেপিড ও ব্লিটজ দাবার মাধ্যমে দ্বিতীয় রাউন্ডের বিজয়ী নির্ধারিত হবে।

প্রথম রাউন্ডের প্রথম গেমে নিয়াজ ও জিয়া হেরেছেন কালো ঘুটি নিয়ে খেলে এবং শারমীন সুলতানা শিরিন সাদা ঘুঁটি নিয়ে খেলেছেন। মঙ্গলবার বাংলাদেশ সময় সন্ধ্যায় তিনজনই প্রথম রাউন্ডের দ্বিতীয় গেম খেলবেন টিকে থাকার লক্ষ্য নিয়ে।

উল্লেখ্য, এ বছর বিশ্বকাপ দাবায় ২০৬ জন এবং মহিলা বিশ্বকাপে ১০৩ জন খেলোয়াড় অংশ নিচ্ছেন। দু’বছর অন্তর অন্তর বিশ্বকাপ দাবা নকআউট পদ্ধতিতে অনুষ্ঠিত হয়। গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ বাংলাদেশের প্রতিনিধি হিসেবে, গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান এশিয়ান ৩.২ জোন চ্যাম্পিয়ন হিসেবে এবং আন্তর্জাতিক মহিলা মাস্টার শারমীন সুলতানা শিরিন এশিয়ান ৩.২ জোন মহিলা চ্যাম্পিয়ন হিসেবে বিশ্বকাপে অংশ নিচ্ছেন।


নিউজরুম ১৩-০৭-২০২১ ০৪:২৪ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 223 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com