৬ মাসের মেয়ের ছবি প্রকাশ করলেন আনুশকা-বিরাট
১৬ অক্টোবর, ২০২৫ ০২:২১ পূর্বাহ্ন

  

৬ মাসের মেয়ের ছবি প্রকাশ করলেন আনুশকা-বিরাট

নিউজরুম
১২-০৭-২০২১ ০২:০৪ অপরাহ্ন
৬ মাসের মেয়ের ছবি প্রকাশ করলেন আনুশকা-বিরাট

জন্মের পর থেকে মেয়েকে আড়ালে রেখেছেন বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা ও ক্রিকেট সুপারস্টার বিরাট কোহলি। নেট দুনিয়ায় তাদের কন্যাকে নিয়ে আগ্রহের শেষ নেই। কিন্তু মা বাবা কিছুতেই কন্যার মুখ প্রকাশ করবেন না বলে পণ করেছেন৷

মূলত মিডিয়ার হাত থেকে মেয়ে ভামিকাকে বাঁচাতেই এই রক্ষণশীলতা বিরুশকার৷

তাই তো যখনই বিরাট ও আনুশকা বাইরের বের হতেন, তখন মেয়ের মুখ ঢেকে, বুকে জড়িয়ে সবার নজর থেকে সরিয়ে রাখতেন। এমনকী, সোশ্যাল মিডিয়াতেও একটি বারের জন্য পোস্ট করেননি ছোট্ট ভামিকার ছবি।

তবে সোমবার হঠাৎই আনুশকার ইনস্টাগ্রামে দেখা মিলল মিষ্টি মেয়ে ভামিকার! মেয়ের বয়স ৬ মাস হওয়ার আনন্দেই বিরাট ও আনুশকা পোস্ট করলেন ভামিকার আদর মাখা ছবি।

আনুশকা তার ইনস্টাগ্রামে ভামিকাকে নিয়ে মোট ৩টি ছবি পোস্ট করেছেন। যেখানে দেখা গেছে, আনুশকার বুকের উপর খেলা করছে ছোট্ট ভামিকা। অন্যদিকে আরেকটি ছবিতে আনুশকার পায়ের সঙ্গে ভামিকার মিল। তৃতীয় ছবিতে ভামিকাকে কোলে নিয়ে আদরে মত্ত বিরাট কোহলি।

এই ছবি পোস্ট করে আনুশকা লিখলেন, তোমার একটা হাসিই আমাদের গোটা বিশ্বটাকে বদলে দেয়। তোমার একটা চাউনিই আমাদের বেঁচে থাকার রসদ। আমাদের ছোট্ট সোনা। আমাদের তিনজনের বন্ধনের ৬ মাস পূর্ণ শুভ হোক।


নিউজরুম ১২-০৭-২০২১ ০২:০৪ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 369 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com