শিরোনামঃ
![]() ১২-০৭-২০২১ ০২:০৫ অপরাহ্ন |
রাজধানীর ভাটারা থানার ১০০ ফিট নূরেরচালা এলাকায় জাল টাকার কারখানার সন্ধান পেয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ।
সোমবার (১২ জুলাই) ভোর থেকে সাঈদনগর নূরেরচালা এলাকার একটি বাসায় গোপন তথ্যের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের গুলশান বিভাগের একটি দল অভিযান শুরু করে।
গুলশান বিভাগের উপ-কমিশনার (ডিসি) মশিউর রহমান জানান, অভিযানে ৪০ লাখ টাকার সমমূল্যের জাল নোট উদ্ধারসহ জড়িত ৫ জনকে আটক করা হয়েছে।
তিনি বলেন, ‘কোরবানির ঈদকে ঘিরে একটি সংঘবদ্ধ প্রতারক চক্র জাল টাকার কারবার শুরু করেছে। আমাদের গোয়েন্দা কার্যক্রমের মধ্যেই ভাটারায় এই জাল টাকার কারখানার সন্ধান মেলে। সেখান থেকে ৪০ লাখ টাকার জাল নোট জব্দ করা হয়েছে। অভিযান চলছে। অভিযান শেষে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে।’
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com