শিরোনামঃ
![]() ১২-০৭-২০২১ ০৫:০৮ পূর্বাহ্ন |
সভ্য জাতি হিসেবে তাদের সুনাম আছে। তবে ফুটবল উম্মাদনায় যেন ওসব সভ্যতার থোড়াই কেয়ার ইংল্যান্ডে। ‘ফুটবল ইজ কামিং হোম’-এটা ভাবতে গিয়ে কিছুই যেন মাথায় নেই ইংলিশ সমর্থকদের।
ওয়েম্বলিতে ইতালির বিপক্ষে ফাইনালকে ঘিরে রীতিমত হিংস্র-বুনো আচরণ অনেক সমর্থকের। স্টেডিয়ামের বাইরে রাস্তায় বাস-গাড়ি কিছুই ঠিকমতো চলতে পারছে না, মদ-বিয়ার নিয়ে মাতাল হয়ে অনেক নিরাপত্তাব্যবস্থার বারোটা বাজিয়ে ফেলেছেন।
এমনকি ওয়েম্বলিতে শত শত দর্শক নিরাপত্তা প্রাচীর টপকে মাঠে ঢুকে পড়েছেন, এমন অভিযোগও উঠেছে। ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন এই অভিযোগ অস্বীকার করলেও তারা স্বীকার করেছে, ম্যাচের আগে একদল সমর্থক নিরাপত্তা লঙ্ঘনের চেষ্টা করেছিলেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, একদল দর্শক নিরাপত্তা প্রাচীর টপকে রিসিপশনের কাছ পর্যন্ত চলে এসেছেন। যদিও ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন বলছে, ডকুমেন্ট ছাড়া কাউকেই ঢুকতে দেয়া হয়নি।
ওয়েম্বলির একজন মুখপাত্র ‘ইএসপিএন’কে বলেন, ‘স্টেডিয়ামের বাইরে নিরাপত্তা প্রাচীরের কাছে একটা ঘটনা ঘটেছে। তবে পুলিশের সহায়তায় আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে এসেছি। প্রয়োজনীয় জায়গায় আমরা দ্রুত নিরাপত্তা বাড়িয়েছি। নিরাপত্তা ভঙ্গ করে কেউ টিকিট ছাড়া স্টেডিয়ামের ভেতর ঢুকতে পারেনি।’
তবে একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, নিরাপত্তা প্রটোকল ভেঙে শত শথ সমর্থক মাঠে ঢুকেছেন। তারা সিট দখল করেছেন। অসমর্থিত একটি সূত্র জানিয়েছে, মাঠের ভেতর টিকিট নিয়ে মারামারির ঘটনাও ঘটেছে। অনেকেই টিকিট নিয়ে ভেতরে ঢুকে দেখতে পেয়েছেন তাদের সিটে অন্য কেউ বসে আছেন।
প্রত্যক্ষদর্শীরা রয়টার্সকে জানিয়েছে, কিছু নিরাপত্তাকর্মীর ওপরও আক্রমণ করা হয়েছিল এবং প্রবেশদ্বারগুলিতে অর্ডার পুনঃস্থাপনের সময় স্টেডিয়ামে ২০ মিনিটের বেশি প্রবেশাধিকার বন্ধ ছিল। কেউ কেউ আবার দেখেছেন, বসার জায়গাগুলোতে নিরাপত্তারক্ষীরা সমর্থকদের তাড়িয়ে বেড়াচ্ছেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর মাঠের ভেতর পুরো পার্টি-আমেজ। ইংল্যান্ড সমর্থকরা ‘সুইট ক্যারোলিন’ এবং ‘থ্রি লায়ন্স’দের আনঅফিসিয়াল সঙ্গীত গেয়ে চলেছেন। যার যা খুশি তাই করছেন।
তবে ইংল্যান্ডের কোচ গ্যারেথ সাউথগেট আগেই সমর্থকদের সতর্ক করে দিয়েছেন, তারা যেন প্রতিপক্ষের প্রতি সম্মান প্রদর্শন করে জাতীয় সংগীতে দুয়োধ্বনি না তুলেন। এর আগে ডেনমার্ক ম্যাচের সময় পেনাল্টির মুহূর্তে ইংলিশ সমর্থকদের একটা অংশ থেকে লেজার রশ্মি মারা হয়েছিল প্রতিপক্ষ গোলরক্ষকের মুখে।
চলতি ইউরোতে ইংলিশ সমর্থকদের বুনো আচরণ তাদের দলের দুর্দান্ত পারফরম্যান্সকে যেন কলঙ্কিত করেছে অনেকটাই। এবার ভালোয় ভালোয় ফাইনালটা শেষ হলেই হয়।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com