রূপগঞ্জে অগ্নিকাণ্ডের ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত চায় জাপা
১৩ অক্টোবর, ২০২৫ ১০:০৪ পূর্বাহ্ন

  

রূপগঞ্জে অগ্নিকাণ্ডের ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত চায় জাপা

নিউজরুম
০৯-০৭-২০২১ ০৭:৩২ অপরাহ্ন
রূপগঞ্জে অগ্নিকাণ্ডের ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত চায় জাপা

নারায়ণগঞ্জের রূপগঞ্জে খাদ্যপণ্যের কারখানায় অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জিএম) কাদের।

শুক্রবার (৯ জুলাই) এক শোকবার্তায় নিহতদের বিদেহী আত্মার শান্তি কামনা করেন তিনি। পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান জিএম কাদের।

শোকবার্তায় জাপা চেয়ারম্যান বলেন, রূপগঞ্জে খাদ্যপণ্যের কারখানায় বৃহস্পতিবার বিকেলে লাগা আগুনে অন্তত অর্ধশত মানুষের মৃত্যু হয়েছে। প্রকৃত মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে। চলমান মহামারির মধ্যে আগুনে পুড়ে একসঙ্গে এত মানুষের নির্মম মৃত্যু মেনে নেয়া যায় না। এমন ভয়াবহ অগ্নিকাণ্ডের প্রকৃত রহস্য উদঘাটন করতে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের দাবি জানাচ্ছি।

জিএম কাদের আরও বলেন, নিহতদের পরিবারকে যৌক্তিক ক্ষতিপূরণ দিতে হবে এবং আহতদের সুচিকিৎসা নিশ্চিতে সংশ্লিষ্টদের দ্রুত উদ্যোগ নিতে হবে। একইসঙ্গে এমন দুর্ঘটনা যাতে আর না ঘটে সে জন্য দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান তিনি।


নিউজরুম ০৯-০৭-২০২১ ০৭:৩২ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 394 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com