অফিসিয়াল : পিএসজিতেই নাম লিখলেন রামোস
১২ অক্টোবর, ২০২৫ ১০:২১ পূর্বাহ্ন

  

অফিসিয়াল : পিএসজিতেই নাম লিখলেন রামোস

নিউজরুম
০৮-০৭-২০২১ ০৯:০৭ অপরাহ্ন
অফিসিয়াল : পিএসজিতেই নাম লিখলেন রামোস

রিয়াল মাদ্রিদ থেকে বিদায় নেয়ার পর গুঞ্জন উঠেছিল, সার্জিও রামোস যোগ দিতে যাচ্ছেন ফরাসী ক্লাব প্যারিস সেন্ট জার্মেইয়ে (পিএসজি)। ক্লাব কর্মকর্তারা তাকে নেয়ার ব্যাপারে আগ্রহী হলে আলোচনার পালে হাওয়া লাগে। অবশেষে সব জ্বল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে পিএসজিতে আনুষ্ঠানিকভাবেই নাম লিখে ফেললেন রামোস।

পিএসজির পক্ষ থেকেইরিয়াল মাদ্রিদ থেকে বিদায় নেয়ার পর গুঞ্জন উঠেছিল, সার্জিও রামোস যোগ দিতে যাচ্ছেন ফরাসী ক্লাব প্যারিস সেন্ট জার্মেইয়ে (পিএসজি)। ক্লাব কর্মকর্তারা তাকে নেয়ার ব্যাপারে আগ্রহী হলে আলোচনার পালে হাওয়া লাগে আনুষ্ঠানিকভাবে আজ জানিয়ে দেয়া হলো এ তথ্য। পিএসজির জন্য সুবিধা হলো রিয়ালের সাবেক এই অধিনায়ককে দলে নিতে কোনো ট্রান্সফার ফি দিতে হয়নি। ফ্রি-তেই পেয়ে গেছে তারা। কারণ, রিয়ালের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয়ে গিয়েছিল এবারের জুনেই। এরপর আর চুক্তি নবায়ন হয়নি।

৩৫ বছর বয়সী এই ডিফেন্ডার পিএসজির সঙ্গে ২ বছরের চুক্তি করলেন। প্যারিসে গিয়ে সাবেক তিন সতীর্থকে পাচ্ছেন রামোস। সেখানে কেইলর নাভাস, অ্যাঞ্জেল ডি মারিয়া এবং আশরাফ হাকিমির সঙ্গে আবারও জুটি বাধবেন তিনি। এছাড়া সেখানে পাচ্ছেন হুয়ান বার্নাট, সার্জিও রিকো, পাবলো সারাবিয়া এবং অ্যান্ডার হেরেরাকে।

শুধু তাই নয়, বিশ্বের অন্যতম সেরা তারকা নেইমার ও এমবাপেকে তো সতীর্থ হিসেবে পাচ্ছেনই। নেইমার ছিল এক সময় রামোসের প্রতিদ্বন্দ্বী। রিয়াল-বার্সা দ্বৈরথে নেইমারকে ঠেকানোই ছিল রামোসের কাজ। এখন সেই নেইমার হচ্ছেন তার সতীর্থ।

পিএসজিতে রামোস পরবেন ৪ নম্বর জার্সি। রামোস হচ্ছেন চলতি মৌসুমে পিএসজির তৃতীয় বড় রিক্রুট। এর আগে জিওর্জিনিও উইজনালডামকে নিয়েছে তারা ফ্রি হিসেবে। এছাড়া ৬০ মিলিয়ন ইউরো ট্রান্সফার ফি’তে আশরাফ হাকিমিকে।

চারবারের চ্যাম্পিয়ন্স লিগ জয়ী রামোসের অভিজ্ঞতা পিএসজির জন্য হবে খুবই গুরুত্বপূর্ণ। কারণ, প্রথমবারের মত চ্যাম্পিয়ন্স লিগ জিততে চায় পিএসজি। রামোসের অভিজ্ঞতা তাদের খুব কাজে লাগবে।

বুধবারই দেখা গেছে রামোস প্যারিসে আসছেন। আজ পিএসজি থেকে ঘোষণা করা হলো তার সঙ্গে দুই বছরের চুক্তির কথা।


নিউজরুম ০৮-০৭-২০২১ ০৯:০৭ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 341 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com