হকি খেলোয়াড়দের বাজার মন্দা
১২ অক্টোবর, ২০২৫ ০২:০৩ অপরাহ্ন

  

হকি খেলোয়াড়দের বাজার মন্দা

নিউজরুম
০২-০৭-২০২১ ০৮:২৭ অপরাহ্ন
হকি খেলোয়াড়দের বাজার মন্দা

প্রিমিয়ার হকি লিগ কবে মাঠে গড়াবে, ঠিক নেই। এমন কী কবে দলবদল, সেটাও অনিশ্চিত। শনিবার বিকেলে বাংলাদেশ হকি ফেডারেশনের লিগ কমিটির সভা আছে। যে সভায় লিগ শুরু ও দলবদল নিয়ে একটা সিদ্ধান্ত হতে পারে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রিমিয়ার লিগ শুরু করতে এক কোটি অনুদান দেয়ার পরই ফেডারেশন একটু নড়েচড়ে বসেছে। প্রধানমন্ত্রী টাকা দিয়েছেন, এখন লিগ হবে-এই আশায় আছেন খেলোয়াড়রাও। কয়েকটি ক্লাব অর্থ সংকটের কথা বলে খেলতে গড়িমসি করলেও এখন সেটা নেই। কারণ, কিছু টাকা তো পাবে প্রধানমন্ত্রীর দেয়া অনুদান থেকে।

কয়েকটি ক্লাব ইতিমধ্যে খেলোয়াড় সংগ্রহের তৎপরতা শুরু করেছে। বিশেষ করে মোহামেডান ও আবাহনী ভেতরে ভেতরে খেলোয়াড়দের সঙ্গে কথা বলে দল গুছিয়ে নেয়ার চেষ্টার করছে। দলগঠন নিয়ে দেশের জনপ্রিয় এই দুই ক্লাবের তৎপরতাই বেশি।

২০১৮ সালের পর লিগ হয়নি। খেলোয়াড়রা অলস সময় কাটাচ্ছেন। লিগ খেলে যে আয় হতো তাও বন্ধ। তাই লিগ শুরুর প্রতীক্ষায় আছেন খেলোয়াড়রা।

তবে আড়াই বছর পর লিগ শুরুর সম্ভাবনা তৈরি হলেও খেলোয়াড়দের পারিশ্রমিক বাড়ছে না। বরং সর্বশেষ দলবদলে যে পারিশ্রমিক পেয়েছিলেন জিমি-আশরাফুলরা, এবার তার চেয়ে কমেই খেলতে হবে।

সর্বশেষ দলবদলে খেলোয়াড়দের সর্বোচ্চ পারিশ্রমিক ছিল ৭ থেকে সাড় ৭ লাখ টাকার মতো। এবার সর্বোচ্চ ৫ লাখ টাকা হতে পারে বলেই বিভিন্ন ক্লাব কর্মকর্তা আভাস দিয়েছেন। করোনার কারণে অর্থ সংকটের কথা বলছেন অনেক ক্লাব কর্মকর্তা।

খেলোয়াড়দের পারিশ্রমিক কমে যাওয়ার আরেকটি কারণ, লিগের অন্যতম দল ঊষা ক্রীড়া চক্র এবার প্রিমিয়ার লিগে না থাকা। বিগত কয়েক বছর ধরেই শিরোপার জন্য দল করে আসছিল মেরিনার ইয়াংস ক্লাব। হকি অঙ্গনে গুঞ্জন-এবার ক্লাবটির বাজেট কম। যদিও মেরিনার ইয়াংস ক্লাবের সাধারণ সম্পাদক হাসান উল্লাহ খান রানা বলেছেন, ‘আমরা চ্যাম্পিয়ন ফাইট দেয়ার জন্যই দল তৈরি করব।’

কয়েকজন ছাড়া জাতীয় দলের বেশিরভাগ খেলোয়াড়ই এখন চাকরি করেন বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ নৌবাহিনী ও বাংলাদেশ বিমান বাহিনীতে। বাহিনীতে যে খেলোয়াড় আছেন তাদের মধ্য থেকে কোনো ক্লাব যাতে বেশি খেলোয়াড় নিতে না পারে তার জন্যই থাকে কোটা।

গত মৌসুমে কোটা ছিল সর্বোচ্চ চার জনের। একটি ক্লাব চারজনের বেশি খেলোয়াড় নিতে পারেনি। এবার কয়জন হবে ক্লাবগুলো ঠিক করবে লিগ কমিটির সভায়।

লিগ কমিটির সভায় আলোচনার বড় ইস্যু হতে পারে প্রধানমন্ত্রীর দেয়া কোটি টাকা অনুদান। সর্বশেষ লিগের অবস্থান অনুযায়ী অনুদানের অর্থ বরাদ্দ হবে, নাকি সবাইকে সমান ভাগ করে দেয়া হবে তা নিয়ে আছে নানা মত। লিগে তিনটি সরকারি প্রতিষ্ঠানের দলও আছে। ওই তিন দলকে অনুদান দেয়ার প্রয়োজন আছে কিনা সে প্রশ্নও উঠেছে।

কয়েকটি ক্লাবের দাবি, এবার বিদেশি খেলোয়াড় যাতে না রাখা হয়। কারণ, করোনার সময় বিদেশি খেলোয়াড় আনা, স্বাস্থ্যবিধি মেনে তাদের কোয়ারেন্টাইন নিয়ে অনেক ঝামেলা পোহাতে হবে। আবার কোনো ক্লাব বলছে-বিদেশি কোটা রাখতে হবে। যারা আনতে পারবে আনবে, যারা পারবে না আনবে না।

বিদেশি থাকছে না-এমন আভাসের পর স্থানীয় খেলোয়াড়দের পারিশ্রমিক বেড়ে যাওয়ার কথা ছিল। কিন্তু সাবেক চ্যাম্পিয়ন ঊষা ক্রীড়া চক্র লিগে না থাকায় এবং করোনার কারণে ক্লাবগুলোর আর্থিক সংকট থাকায় খেলোয়াড়দের পারিশ্রমিক কমে যাচ্ছে।

পারিশ্রমিক কমলেও অনেক খেলোয়াড় চাচ্ছেন, যেভাবেই হোক লিগটা মাঠে গড়াক। লিগ আবার নিয়মিত হলে খেলোয়াড়দের মূল্য বাড়বেই। খেলোয়াড়রা এখন তাকিয়ে শনিবার লিগ কমিটির সভার দিকে। এই সভায় দলবদল এবং লিগ শুরুর সম্ভাব্য একটা সময় ঘোষণা হবে-এমন প্রত্যাশা খেলোয়াড়দের।

বাংলাদেশ হকি ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ বলেছেন,‘লিগ নিয়ে আসলে ক্লাব প্রতিনিধিরাই সিদ্ধান্ত নেবেন সভায়। আমাদের চেষ্টা থাকবে শনিবারের সভায় দলবদলের তারিখটা ঘোষণা করার।’


নিউজরুম ০২-০৭-২০২১ ০৮:২৭ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 260 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com