বন্ধুদের সঙ্গে শ্রাবন্তীর জম্পেশ আড্ডা
১৬ অক্টোবর, ২০২৫ ০৫:১৬ পূর্বাহ্ন

  

বন্ধুদের সঙ্গে শ্রাবন্তীর জম্পেশ আড্ডা

নিউজরুম
০২-০৭-২০২১ ০২:৫৯ অপরাহ্ন
বন্ধুদের সঙ্গে শ্রাবন্তীর জম্পেশ আড্ডা

বিতর্ক পিছু ছাড়ছে না তার। বিয়ে, দাম্পত্য, প্রেম, সব ঘিরেই অনুরাগীদের মধ্যে কৌতূহল হলো অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। এসব কিছুকে তোয়াক্কা না করে নিজেকে কাজে ব্যস্ত রাখছেন এ নায়িকা।

লীনা গঙ্গোপাধ্যায়- শৈবাল বন্দ্যোপাধ্যায়ের নতুন ছবিতে দেব আর পাওলির সঙ্গে অভিনয় করবেন শ্রাবন্তী। শুক্রবার (২ জুলাই) দিল্লিতে ফের রওনা দিয়েছেন বিশেষ কাজে। কাজে মন ডুবিয়ে দিলেও বন্ধু, আত্মীয়-পরিজনের প্রতি দায়িত্ব, ভালোবাসা থেকে কোনো দিন মুখ ফিরিয়ে নেননি অভিনেত্রী।

সম্প্রতি প্রিয় বান্ধবী দেবযানীর জন্মদিনের পার্টিতে গিয়েছিলেন তিনি। ছবিতে দেখা যায় বন্ধুদের সঙ্গে আনন্দ করছেন। আঙুলে ‘ভি’ চিহ্ন দিয়ে সেই আনন্দকেই প্রকাশ করছেন শ্রাবন্তী। দুই পাশে দুই বান্ধবী। বাঁ দিকে গোলাপি পোশাকের ব্যক্তি অভিনন্দন নাগ চৌধুরী, শ্রাবন্তীর প্রেমিক অভিরূপের ভাই। অভিরূপ যদিও ছবিতে নেই।

রোশন সিংহের সঙ্গে বিচ্ছেদ না হলেও ব্যবসায়ী অভিরূপ নাগ চৌধুরীর সঙ্গে আংটি বদল হয়ে গেছে তার। সব মিলিয়ে নতুন প্রেম আর কাজের মধ্যে জীবনের প্রতিটি মুহূর্ত উপভোগ করছেন এ নায়িকা।


নিউজরুম ০২-০৭-২০২১ ০২:৫৯ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 348 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com