কিংসের মেয়েদের আরেকটি বড় জয়
১২ অক্টোবর, ২০২৫ ০৮:১৫ অপরাহ্ন

  

কিংসের মেয়েদের আরেকটি বড় জয়

নিউজরুম
২৮-০৬-২০২১ ০৬:১৫ অপরাহ্ন
কিংসের মেয়েদের আরেকটি বড় জয়

মাঠে এসেও আগের ম্যাচটি খেলা হয়নি বসুন্ধরা কিংসের। কারণ প্রতিপক্ষ দল কাচিঝুলি আসেইনি মাঠে। ওয়াকওভার পেয়ে ৩-০ গোলের জয়, কিংসের মেয়েরা তাতে খুশি ছিল না। শক্তিমত্তায় এতটাই এগিয়ে। খেললে নিশ্চয়ই জয় হতো আরও বড়, ব্যক্তিগত গোলও বেড়ে যেতো অনেকের।

নারী লিগের শিরোপা ধরে রাখার মিশনে ক্লাবটি সোমবার মাঠে নেমেছিল এফসি ব্রাহ্মণবাড়িয়ার বিপক্ষে। এই ম্যাচে গুনে গুনে ৬ গোল দিয়ে ঘরে ফিরেছেন সাবিনা-কৃষ্ণারা।

কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে বসুন্ধরা কিংস দুই অর্ধে তিনটি করে গোল দিয়ে খাতায় যোগ করেছে আরও ৩ পয়েন্ট।

অধিনায়ক সাবিনা খাতুন দলকে এগিয়ে দেন ষষ্ঠ মিনিটে। ১৮ ও ২১ মিনিটে গোল করে ব্যবধান ৩-০ করেন কৃষ্ণা রানী সরকার। দ্বিতীয়ার্ধে দুই গোল করেন সিরাত জাহান স্বপ্না, সুলতানা একটি।


নিউজরুম ২৮-০৬-২০২১ ০৬:১৫ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 292 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com