জর্ডান-ইরানের গ্রুপে সাবিনা-মৌসুমিরা
১২ অক্টোবর, ২০২৫ ১০:২১ অপরাহ্ন

  

জর্ডান-ইরানের গ্রুপে সাবিনা-মৌসুমিরা

নিউজরুম
২৪-০৬-২০২১ ০৫:১৪ অপরাহ্ন
জর্ডান-ইরানের গ্রুপে সাবিনা-মৌসুমিরা

আগামী বছর ভারতে অনুষ্ঠিতব্য এএফসি নারী এশিয়ান কাপের বাছাইপর্বে জর্ডান ও ইরানের গ্রুপে পড়েছে বাংলাদেশ ফুটবল দল।

বৃহস্পতিবার কুয়ালালামপুরে অনুষ্ঠিত হয়েছে ড্র। সেখানে বাংলাদেশ, জর্ডান ও ইরান পড়েছে ‘জি’ গ্রুপে।

২৮ দেশের এই টুর্নামেন্টে করা হয়েছে ৮টি গ্রুপ। যেখানে চার গ্রুপে আছে ৪ দল করে এবং চার গ্রুপে আছে ৩ দল করে। প্রতি গ্রুপের চ্যাম্পিয়ন দল টিকিট পাবে ভারতে অনুষ্ঠিতব্য চূড়ান্ত পর্বে।

আগামী সেপ্টেম্বরে হওয়ার কথা বাছাইপর্বের খেলা। বাফুফের নারী উইংয়ের চেয়ারপার্সন মাহফুজা আক্তার কিরণ বলেছেন, ‘এখন পর্যন্ত সেপ্টেম্বরে খেলা হওয়ার কথা রয়েছে। কিন্তু শেষ পর্যন্ত কী হয় বলা মুশকিল।’

বাংলাদেশ বেশ কঠিন গ্রুপে পড়েছে। এ প্রসঙ্গে কিরণ বলেছেন, ‘আমরা র‍্যাংকিংয়ে পিছিয়ে থাকার কারণে এমন হয়েছে। ইরান ও জর্ডান অনেক শক্তিশালি দল। আমার বেশ কঠিন গ্রুপেই পড়েছি।’


নিউজরুম ২৪-০৬-২০২১ ০৫:১৪ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 254 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com