টস করতে নেমেই ইতিহাস গড়লেন কোহলি
১২ অক্টোবর, ২০২৫ ১০:২৬ অপরাহ্ন

  

টস করতে নেমেই ইতিহাস গড়লেন কোহলি

নিউজরুম
১৯-০৬-২০২১ ০৫:০৫ অপরাহ্ন
টস করতে নেমেই ইতিহাস গড়লেন কোহলি

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। সাউদাম্পটনে ভারত-নিউজিল্যান্ড টেস্টের দিকে চোখ সবার। এরই মধ্যে অধিনায়ক হিসেবে ইতিহাসের পাতায় নাম লেখালেন ভারতের বিরাট কোহলি।

ফাইনালে টস করতে নেমে এই ইতিহাস গড়েছেন কোহলি। ভারতের ইতিহাসে দলকে সবচেয়ে বেশি টেস্টে নেতৃত্ব দেয়ার রেকর্ড গড়েছেন ২০১৪ সাল থেকে দায়িত্ব পালন করা এই অধিনায়ক।

এটি অধিনায়ক হিসেবে কোহলির ৬১তম টেস্ট। তার আগে ভারতকে সবচেয়ে বেশি টেস্টে নেতৃত্ব দেয়ার রেকর্ডটি ছিল পূর্বসূরী মহেন্দ্র সিং ধোনির দখলে। ২০০৮ থেকে ২০১৪ সাল পর্যন্ত ধোনি ৬০টি টেস্টে ভারতের অধিনায়ক ছিলেন।

এই তালিকায় তৃতীয় স্থানে আছেন ভারতের আরেক সফল অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। ২০০০ থেকে ২০০৫ সালের মধ্যে দলকে ৪৯ টেস্টে নেতৃত্ব দিয়েছেন তিনি।

সমান ৪৭টি করে টেস্টে দলকে নেতৃত্ব দিয়েছেন দুই কিংবদন্তি সুনিল গাভাস্কার আর মোহাম্মদ আজহারউদ্দিন।


নিউজরুম ১৯-০৬-২০২১ ০৫:০৫ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 300 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com