চলে গেলেন সত্যজিৎ রায়ের ‘বিমলা’
১৬ অক্টোবর, ২০২৫ ১১:৪৪ পূর্বাহ্ন

  

চলে গেলেন সত্যজিৎ রায়ের ‘বিমলা’

নিউজরুম
১৬-০৬-২০২১ ০৬:১৫ অপরাহ্ন
চলে গেলেন সত্যজিৎ রায়ের ‘বিমলা’

ভারতীয় অভিনেত্রী স্বাতীলেখা সেনগুপ্ত মারা গেছেন। বুধবার হৃদরোগে আক্রান্ত হয়ে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছির ৭১ বছর। খবর : আনন্দবাজার পত্রিকা

উপমহাদেশের কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গেই রুপালী পর্দায় পথ চলা শুরু স্বাতীলেখার। কিংবদন্তি চলচ্চিত্র নির্মাতা সত্যজিৎ রায় পরিচালিত ‘ঘরে বাইরে’ সিনেমায় তাদের জুটি আজও প্রশংসিত। দীর্ঘ ৩১ বছর পর ২০১৫ সালে সৌমিত্রর সঙ্গে পর্দায় ফেরেন স্বাতীলেখা।

ওই বছর শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ের ‘বেলা শেষে’ সিনেমায় তাদের আবার দেখা যায়। এই সিনেমায় সৌমিত্র-স্বাতীলেখার রসায়ন দেখে আপ্লুত দর্শকদের জন্য ফের ‘বেলাশুরু’তে অভিনয় করেন তারা। যদিও সেই ছবি মু্ক্তির আগেই জুটি ভেঙে চলে গেছেন সৌমিত্র চট্টোপাধ্যায়। এবার গেলেন স্বাতীলেখা।


নিউজরুম ১৬-০৬-২০২১ ০৬:১৫ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 338 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com