শিরোনামঃ
![]() ১২-০৬-২০২১ ০৭:৪৬ অপরাহ্ন |
নরসিংদীর রায়পুরায় নদী ভাঙনের কবল থেকে রক্ষায় বাঁধ নির্মাণ ও অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১২ জুন) মেঘনা নদী বেষ্টিত চরাঞ্চল মির্জাচর এলাকার এ কর্মসূচি পালন করেন স্থানীয়রা।
মানববন্ধনে বক্তারা বলেন, রায়পুরায় অব্যাহত নদী ভাঙনে মির্জাচর ইউনিয়নের শান্তিপুর গ্রামবাসীদের আতঙ্কে রাত কাটে। তার ওপর মেঘনা নদী থেকে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে এ ভাঙন আরও তীব্র হচ্ছে। অব্যাহত মেঘনার ভাঙনে বিলীন হয়ে গেছে শান্তিপুর বাজার, সংলগ্ন কবরস্থান, ঈদগাহসহ বহু ফসলি জমি।
এসময় কেন্দ্রীয় কৃষক লীগের সাধারণ সম্পাদক আবুল বাশার, নরসিংদী সরকারি কলেজের সহযোগী অধ্যাপক খাদেম হোসেন, সমাজ সেবক মো. জালাল উদ্দিন মাস্টার, মো. মহরম আলী বাহাদুর, মো. তকদির হোসেন, মো. মিজানুর রহমান ও হাজী আব্দুল মন্নাফ বক্তব্য রাখেন।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com