ওপেনিংয়ে দুই তরুণ নাইম-আফিফের ঝড়
১৩ অক্টোবর, ২০২৫ ০২:৫৯ পূর্বাহ্ন

  

ওপেনিংয়ে দুই তরুণ নাইম-আফিফের ঝড়

নিউজরুম
১০-০৬-২০২১ ০৬:০৭ অপরাহ্ন
ওপেনিংয়ে দুই তরুণ নাইম-আফিফের ঝড়

সাভার বিকেএসপির চার নম্বর মাঠে ওপেনিংয়ে নেমে ঝড় তুললেন দুই তরুণ নাইম শেখ আর আফিফ হোসেন ধ্রুব। তাতেই শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে ৫ উইকেটে ১৮৩ রানের বড় পুঁজি পেয়ে গেল আবাহনী লিমিটেড।

টস হেরে ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা পায় আবাহনী। দুই ওপেনার নাইম শেখ আর আফিফ হোসেন ১২ ওভারে দলকে এনে দেন ১১১ রান। ৪২ বলে ৩ চার আর ৪ ছক্কায় ৫৪ রান করে আফিফ ফিরলে ভাঙে এই জুটি।

তারপর নাজমুল হোসেন শান্ত ৯ বলে ২ ছক্কায় ১৮ রানের ছোট এক ঝড় তুলে আউট হন। ইনিংসের ১৩ বাকি থাকতে সাজঘরের পথ ধরেন ব্যাট হাতে দারুণ সাবলীল নাইম শেখ। ৪টি করে চার-ছক্কায় সাজানো তার ৫০ বলের ইনিংসটি ছিল ৭০ রানের।

এরপর যারাই উইকেটে এসেছেন, চালিয়ে খেলতে চেয়েছেন। মোহাম্মদ সাইফউদ্দিন ১০ বলে একটি করে চার-ছক্কায় করেন ১৪ রান। একেএস স্বাধীন ৮ বলে অপরাজিত থাকেন ১২ রানে। মোসাদ্দেক হোসেন সৈকত ২ বলে ১ রান করে ফিরলেও তাতে আবাহনীর ক্ষতি হয়নি। ইনিংসের যে তখন মাত্র এক বল বাকি।

শাইনপুকুরের বোলারদের মধ্যে সবচেয়ে সফল তানভীর ইসলাম। এবারের প্রিমিয়ার লিগে দারুণ ধারাবাহিক এই বাঁহাতি স্পিনার ৪ ওভারে মাত্র ২৩ রান খরচায় নিয়েছেন ৪টি উইকেট।


নিউজরুম ১০-০৬-২০২১ ০৬:০৭ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 232 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com