শিরোনামঃ
![]() ০৭-০৬-২০২১ ০৭:৫৯ অপরাহ্ন |
র্যাংকিংয়েই দুই দলের পার্থক্যটা স্পষ্ট। বাংলাদেশ ফিফা র্যাংকিংয়ে ১৮৪ নম্বরে, অন্যদিকে ভারতের র্যাংকিং ১০৫। তবে দুই দলের সর্বশেষ দেখায় কিন্তু বাংলাদেশের দিকেই পাল্লাটা ভারি ছিল।
২০১৯ সালে ভারতেরই মাটিতে (কলকাতার সল্টলেকে) ম্যাচের ৮৮ মিনিট পর্যন্ত সাদউদ্দিনের গোলে এগিয়ে ছিল বাংলাদেশ। নিশ্চিত জয়ের পথেই ছিল লাল সবুজ জার্সিধারীরা। কিন্তু শেষ মুহূর্তে আদিল খানের গোলে স্বপ্ন ভাঙে জামাল ভূঁইয়াদের।
ক্রিকেট হোক কিংবা ফুটবল, ইদানীং বাংলাদেশ-ভারত লড়াই মানেই টানটান উত্তেজনা, দুর্দান্ত লড়াই। আজ (সোমবার) কাতারের দোহার জসিম বিন হামাদ স্টেডিয়ামে আরও একবার মুখোমুখি হচ্ছে দুই প্রতিবেশী দেশ।
শক্তিমত্তায় এগিয়ে থাকলেও বাংলাদেশের বিপক্ষে মাঠে নামার আগে ভীষণ সাবধানী ভারতের হেড কোচ ইগর স্তিমাচ। বিশ্বকাপ বাছাইপর্বের এই লড়াইয়ের আগে বাংলাদেশ দলকে সমীহ জানানোর পাশাপাশি কিছুটা খোঁচাও দিলেন তিনি।
সাংবাদিক সম্মেলনে স্তিমাচ বলেন, ‘বাংলাদেশ এমন একটা দল, যারা সবসময় মাঠে বিপক্ষকে বিরক্ত করে। গতবার কলকাতায় খেলার সময় এই অভিজ্ঞতা হয়েছিল। ওরা জেতার পরিস্থিতি তৈরি করতে না পারলে বিপক্ষকে বিভিন্নভাবে আটকে রাখার চেষ্টা করবে। আমার দেখা অন্যতম কঠিন দল। লড়াই করার প্রচন্ড তাগিদ আছে। তাই আমাদের সাবধান হতেই হবে।’
র্যাংকিংয়ে পিছিয়ে থাকলেও অবশ্য নিজেদের দুর্বল ভাবতে রাজি নন বাংলাদেশ দলের সুপারস্টার জামাল ভূঁইয়া। তিনি বলেন, ‘এই ম্যাচে জোর লড়াই হবে। গতবার কলকাতায় তিন পয়েন্ট না পেয়ে আমরা খুব হতাশ হয়েছিলাম। ভারত একেবারে শেষ মুহূর্তে গোল শোধ করে দেয়। এখনও খিদেটা রয়েছে আমাদের মধ্যে। আমরা যদি নিজেদের সেরাটা দিতে পারি, তা হলে ওদের সমস্যায় ফেলতে পারি।’
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com