শরিফুলের অভিষেক, জোড়া পরিবর্তন একাদশে
১৩ অক্টোবর, ২০২৫ ০৩:৩৬ অপরাহ্ন

  

শরিফুলের অভিষেক, জোড়া পরিবর্তন একাদশে

নিউজরুম
২৫-০৫-২০২১ ০১:০৮ অপরাহ্ন
শরিফুলের অভিষেক, জোড়া পরিবর্তন একাদশে

সিরিজের প্রথম ম্যাচে কোনো অভিষিক্ত ছিল না বাংলাদেশ দলে। সেই ম্যাচটি ৩৩ রানে জিতেছিল স্বাগতিকরা। তবে জয় পেলেও নিজেদের উইনিং কম্বিনেশনে পরিবর্তন এনেছে বাংলাদেশ, এসেছে এক জোড়া পরিবর্তন।

প্রথমবারের মতো ওয়ানডে খেলার সুযোগ পাচ্ছেন বাঁহাতি পেসার শরিফুল ইসলাম। নিউজিল্যান্ড সফরে টি-টোয়েন্টি এবং শ্রীলঙ্কা সফরে টেস্টের পর এবার ঘরের মাঠে ওয়ানডে অভিষেক হলো পঞ্চগড়ের এই তরুণ পেসারের। তাকে সুযোগ দিতে জায়গা হারিয়েছেন তাসকিন আহমেদ।

এছাড়া বাংলাদেশ দলে পরিবর্তন আছে আরও একটি। মিডলঅর্ডার ব্যাটসম্যান মোহাম্মদ মিঠুনের জায়গায় নেয়া হয়েছে অফস্পিনিং অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকতকে। তিনি মিঠুনের জায়গায় অর্থাৎ পাঁচ নম্বরেই ব্যাটিং করবেন।

অন্যদিকে অপরিবর্তিত একাদশ নিয়ে খেলতে নামছে শ্রীলঙ্কা দল। ম্যাচে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল। মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দিবারাত্রির ম্যাচে আগে ব্যাট করে এখনও পর্যন্ত ১৭টি ম্যাচ জিতেছে বাংলাদেশ।

বাংলাদেশ একাদশ : তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহীম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদি হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, শরিফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।

শ্রীলঙ্কা একাদশ : দানুশকা গুনাথিলাকা, কুশল পেরেরা (অধিনায়ক ও উইকেটরক্ষক), কুশল মেন্ডিস, পাথুম নিসাঙ্কা, আশেন বান্দারা, ধনঞ্জয় ডি সিলভা, দাসুন শানাকা, ভানিন্দু হাসারাঙ্গা, লাকশান সান্দাকান, ইসুরু উদানা ও দুশমন্থ চামিরা।


নিউজরুম ২৫-০৫-২০২১ ০১:০৮ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 228 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com