বেনজেমা দলে ফিরতেই অবিশ্বাস্য বেড়েছে ফ্রান্সের জার্সি বিক্রি
১৩ অক্টোবর, ২০২৫ ০৩:৫৫ অপরাহ্ন

  

বেনজেমা দলে ফিরতেই অবিশ্বাস্য বেড়েছে ফ্রান্সের জার্সি বিক্রি

নিউজরুম
২৩-০৫-২০২১ ০৪:৪৯ অপরাহ্ন
বেনজেমা দলে ফিরতেই অবিশ্বাস্য বেড়েছে ফ্রান্সের জার্সি বিক্রি

চলতি সপ্তাহে ফুটবল বিশ্বের অন্যতম বড় এক খবর, প্রায় ছয় বছর পর ফ্রান্স জাতীয় দলে ফিরেছেন করিম বেনজেমা। খবর ছড়াতে সময় লাগেনি, ফ্রান্সের জার্সি কিনতে হুমড়ি খেয়ে পড়ছেন সমর্থকরা। অবিশ্বাস্য গতিতে বেড়ে গেছে জার্সি বিক্রি হার।

ক্রীড়াভিত্তিক চ্যানেল ‘ইউনিস্পোর্টস’ জানিয়েছে, ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে দিদিয়ের দেশমের আনুষ্ঠানিক দলে বেনজেমার নামটি অন্তর্ভূক্ত হওয়ার খবর ছড়িয়ে পড়তেই ফ্রান্সের নতুন জার্সি বিক্রি ২ হাজার ৪০০ শতাংশ বেড়ে গেছে।

বোঝাই যাচ্ছে, বেনজেমার ভক্তরা কতটা আগ্রহ নিয়ে অপেক্ষায় ছিলেন তার দলে ফেরার। সেই আগ্রহের যথেষ্ট কারণও তো আছে। গত তিনটা মৌসুম রিয়াল মাদ্রিদের হয়ে কি দুর্দান্ত সময়ই না কাটিয়েছেন ৩৩ বছর বয়সী এই স্ট্রাইকার! তার এতদিন বাইরে থাকাটাই বরং অপ্রত্যাশিত ছিল।

২০১৫ সালের পর ফ্রান্স জাতীয় দলে আর দেখা যায়নি বেনজেমাকে। তার অভাব যে দল খুব বোধ করেছে, এমনও নয়। বেনজেমার অনুপস্থিতিতেই ২০১৬ সালে দেশের মাটিতে ইউরোর ফাইনাল খেলে ফ্রান্স। দুই বছর পর জেতে বিশ্বকাপও (২০১৮ বিশ্বকাপ)।

কিন্তু দল ভালো করছে বলে কি দারুণ ছন্দে থাকা বেনজেমা উপেক্ষিতই থেকে যাবেন? না, অবশেষে অভিজ্ঞ এই ফরোয়ার্ডকে ফেরানোর সিদ্ধান্তই নিলেন কোচ দিদিয়ের দেশম। কিলিয়ান এমবাপে আর আঁতোয়া গ্রিজম্যানের নিয়ে আক্রমণভাগটা তাতে আরও শক্তিশালী হলো ফরাসিদের।


নিউজরুম ২৩-০৫-২০২১ ০৪:৪৯ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 222 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com