সাংবাদিক রোজিনার মুক্তি দাবিতে নওগাঁয় অনশন
১৬ অক্টোবর, ২০২৫ ০৮:৫০ পূর্বাহ্ন

  

সাংবাদিক রোজিনার মুক্তি দাবিতে নওগাঁয় অনশন

নিউজরুম
২২-০৫-২০২১ ০৮:৪৩ অপরাহ্ন
সাংবাদিক রোজিনার মুক্তি দাবিতে নওগাঁয় অনশন

প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে গ্রেপ্তারের প্রতিবাদে এবং নিঃশর্ত মুক্তির দাবিতে অনশন শুরু করেছেন দেওয়ান আব্দুল মালেক নামে এক মানবাধিকার কর্মী।

শনিবার সকাল ১০টা থেকে নওগাঁ শহরের মুক্তির মোড়ে শহীদ মিনারে তিনি অনশন শুরু করেন।

তিনি ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ক্রাইম রিপোটার্স ফাউন্ডেশন নওগাঁ জেলা শাখার সভাপতি।

প্রচন্ড রোদের মধ্যে শহীদ মিনারে মাথায় ছাতা নিয়ে তিনি অনশন করছেন।

jagonews24

দেওয়ান আব্দুল মালেক বলেন, রোজিনা ইসলাম আন্তর্জাতিক এবং জাতীয়ভাবে পুরস্কারপ্রাপ্ত একজন সাংবাদিক। তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের নানান অনিয়ম এবং দুর্নীতি নিয়ে নিয়মিত প্রতিবেদন করছিলেন। এ কারণে তিনি নির্যাতন ও হয়রানির শিকার হয়েছেন। তার গলা চেপে ধরে কণ্ঠরোধ করার চেষ্টা করা হচ্ছিল। তার বিরুদ্ধে তথ্য চুরির মিথ্যা মামলা দেয়া হয়েছে।

তিনি আরও বলেন, সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা প্রয়োজন। রোজিনা ইসলামের মুক্তি না হওয়া পর্যন্ত তিনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অনশন করে যাবেন।


নিউজরুম ২২-০৫-২০২১ ০৮:৪৩ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 437 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com