বেনাপোলে ভারতফেরত শিশুর করোনা শনাক্ত
১৬ অক্টোবর, ২০২৫ ০৯:০৯ অপরাহ্ন

  

বেনাপোলে ভারতফেরত শিশুর করোনা শনাক্ত

নিউজরুম
২০-০৫-২০২১ ১০:৩৯ পূর্বাহ্ন
বেনাপোলে ভারতফেরত শিশুর করোনা শনাক্ত

যশোরের বেনাপোলে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকা ভারতফেরত সাড়ে ১০ বছরের এক শিশুর শরীরে করোনা শনাক্ত হয়েছে। বুধবার (১৯ মে) রাতে তাকে যশোর জেনারেল হাসপাতালের করোনা ডেডিকেটেড ইউনিটে ভর্তি করা হয়েছে।

শার্শা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ইউসুফ আলী জানান, ওই শিশু ব্লাড ক্যান্সারের রোগী। উন্নত চিকিৎসার জন্য তাকে তার মা ও মামা ভারতে নিয়ে যান। সেখান থেকে গত ৫ মে বেনাপোল ইমিগ্রেশন হয়ে দেশে ফেরেন তারা। এরপর জেলা প্রশাসন ওই শিশু, তার মা ও মামাকে বেনাপোলের নিশান হোটেলে ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে পাঠায়। কোয়ারেন্টাইনের ১৪তম দিনে মঙ্গলবার সরকারি সিদ্ধান্ত অনুযায়ী তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়।

তিনি আরও জানান, বুধবার ফলাফলে নিশ্চিত হওয়া গেছে ওই শিশু করোনায় আক্রান্ত। তবে তার মা ও মামা করোনা নেগেটিভ। এজন্য আজ সন্ধ্যার পর ওই শিশুটিকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন থেকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। সঙ্গে তার মা রয়েছেন। তবে মামাকে ছাড়পত্র দেয়ায় তিনি বাড়ি ফিরে গেছেন।

যশোরের সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন ওই শিশুর হাসপাতালে ভর্তির বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘এই প্রথম ভারতফেরত কোনো শিশুর শরীরে করোনা শনাক্ত হয়েছে। ’


নিউজরুম ২০-০৫-২০২১ ১০:৩৯ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 303 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com