জহিরের শুভকামনায় দ্রুততম মানবী শিরিন আক্তার
১৩ অক্টোবর, ২০২৫ ০৪:০১ অপরাহ্ন

  

জহিরের শুভকামনায় দ্রুততম মানবী শিরিন আক্তার

নিউজরুম
১৯-০৫-২০২১ ১১:০৯ অপরাহ্ন
জহিরের শুভকামনায় দ্রুততম মানবী শিরিন আক্তার

মন ভেঙ্গেছে। কষ্ট পেয়েছেন। তারপরও জহির রায়হনাকে শুভ কামনা জানাতে ভুল করেননি দেশের দ্রুততম মানবী শিরিন আক্তার। গত রিও অলিম্পিকে অংশ নেয়া শিরিন এবারও আশায় বুক বেধেছিলেন টোকিওতে যাওয়ার অপেক্ষায়। সুযোগ পেলে যাতে ক্যারিয়ারের সেরা টাইমিং করতে পারেন সে লক্ষ্যে বছরের পর বছর অনুশীলন করে আসছিলেন সাতক্ষীরার এ যুবতি।

এমনকি বাবা-মায়ের সঙ্গে ঈদ উদযাপন না করে ট্রেনিংয়ের জন্য বিকেএসপি পড়ে আছেন শিরিন। কিন্তু বুধবার বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশন টোকিও অলিম্পিকের জন্য মনোয়ন দিয়েছে ৪০০ মিটারের জহির রায়হানকে। শিরিন, ইসমাইল ও জহিরের মধ্য থেকেই একজনকে বেছে নিতে হয়েছে ফেডারেশনকে।

শিরিন-জহির দুইজনই বিকেএসপির সাবেক শিক্ষার্থী। এখন দুইজনই বাংলাদেশ নৌবাহিনীর অ্যাথলেট। জহিরের চেয়ে ৫-৬ বছরের সিনিয়র শিরিন মনে কষ্ট থাকলেও অনূজ জহিরকে অভিনন্দন ও শুভ কামনা জানিয়েছেন।

জহির রায়হান বলেছেন, ‘শিরিন আপুর সঙ্গে আমার ফোনে কথা হয়েছে। তিনি আমাকে অভিনন্দন জানিয়েছেন এবং ভালো করতে অনুপ্রাণিত করেছেন। ইসমাইল ভাইয়ের সঙ্গেও কথা হয়েছে। তিনিও আমাকে অভিনন্দন জানিয়েছেন।’

শিরিন আক্তার জহিরকে শুভ কামনা জানিয়ে নিজের ফেসবুক ওয়ালে লিখেছেন, ‘অভিনন্দন ছোট। অনেক অনেক শুভকামনা রইল। টোকিও অলিম্পিকে বেস্ট টাইমিং কর তাই দোয়া করি।’


নিউজরুম ১৯-০৫-২০২১ ১১:০৯ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 270 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com