এক সপ্তাহের দাবদাহের পর কিশোরগঞ্জে স্বস্তির বৃষ্টি
২২ অক্টোবর, ২০২৫ ১২:৪২ অপরাহ্ন

  

এক সপ্তাহের দাবদাহের পর কিশোরগঞ্জে স্বস্তির বৃষ্টি

নিউজরুম
১৮-০৫-২০২১ ০৭:৪৮ অপরাহ্ন
এক সপ্তাহের দাবদাহের পর কিশোরগঞ্জে স্বস্তির বৃষ্টি

গত এক সপ্তাহ ধরে দাবদাহের পর কিশোরগঞ্জে স্বস্তির বৃষ্টি হয়েছে। মঙ্গলবার (১৮ মে) দুপুর ২টার দিকে হঠাৎ করে আকাশ ঢেকে যায় কালো মেঘে।

মুহূর্তেই অন্ধকার হয়ে পড়ে চারপাশ। শুরু হয় ভারী বর্ষণ। সঙ্গে ছিল বজ্রপাতও। রাস্তায় গাড়ি চলাচল করতে হয় হেডলাইট জ্বালিয়ে। থমকে যায় স্বাভাবিক জীবন।

 

প্রায় পৌনে এক ঘণ্টা ধরে চলা ভারী বৃষ্টিতে শহরের বিভিন্ন স্থানে পানি জমে যায়। আকস্মিক বৃষ্টিতে নাগরিক জীবনে স্বস্তি ফিরলেও বজ্রপাতে অনেকের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিপাকে পড়েন শ্রমজীবী মানুষ।


নিউজরুম ১৮-০৫-২০২১ ০৭:৪৮ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 295 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com