শিরোনামঃ
![]() ১৬-০৫-২০২১ ০৫:২৫ অপরাহ্ন |
মাঠে গড়ানোর অপেক্ষায় বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার ওয়ানডে সিরিজ। আজ (রোববার) সকালেই ঢাকায় পা রেখেছে লঙ্কান ক্রিকেট দল। বিমানবন্দর থেকে তারা সরাসরি চলে গেছে হোটেল সোনারগাঁওয়ে, যেখানে চলবে তিনদিনের কঠোর কোয়ারেন্টাইন পর্ব।
কদিন আগে শ্রীলঙ্কা সফর করে এসেছে বাংলাদেশ। সেখানে বাংলাদেশ দলকে যেমন কঠোর প্রটোকলের মধ্যে বায়ো-বাবলে রাখা হয়েছিল, লঙ্কান দলকেও ঠিক সেভাবেই রাখা হবে, জানালেন বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী।
তিনি বলেন, ‘বাংলাদেশ দল শ্রীলঙ্কায় যে প্রটোকলে ছিল, আমরা সেরকম প্রোটোকলই তৈরি করেছি বাংলাদেশ সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুসারে। প্রথম তিনদিনে একটা কঠোর কোয়ারেন্টাইন অনুসরণ করা হবে। অর্থাৎ খেলোয়াড়েরা তাদের হোটেল রুমে অবস্থান করবেন। বাইরে আসবেন না এই তিন দিন। আর এই তিনদিনের মধ্যেই দুটো টেস্ট হবে। আর চতুর্থ দিনের টেস্টের ভিত্তিতে অনুশীলনের অনুমতি মিলবে, নিজেদের মধ্যে অনুশীলন। এই পদ্ধতি আমরা যখন শ্রীলঙ্কায় গিয়েছি তখন আমরাও ফলো করেছি।’
এই সফরে লঙ্কান দলের ক্রিকেটার-স্টাফদের মোট চারবার করোনা পরীক্ষা হবে, জানিয়েছেন বিসিবির চিকিৎসক। আর করোনা পরীক্ষায় উত্তীর্ণ হলেই কেবল ২৩ মে থেকে শুরু ওয়ানডে সিরিজে অংশ নিতে পারবেন খেলোয়াড়রা।
দেবাশীষ চৌধুরী বলেন, ‘মোট চারটা পরীক্ষা হবে। শেষ পরীক্ষাটা করা হবে মূলত দেশ ছাড়ার আগে বিধিনিষেধ অনুসারে। ২০ ও ২১ তারিখ বিকেএসপিতে নিজেদের মধ্যে ভাগ হয়ে দুই দল আলাদা আলাদা প্রস্তুতি ম্যাচ খেলবে। এরপর ২২ তারিখ একটা কোভিড পরীক্ষা হবে। ঐ পরীক্ষার ফলাফলের উপর ২৩ তারিখ থেকে আমাদের ওয়ানডে সিরিজ শুরু হবে।’
সফরকারি দলের জন্য পুরো প্রক্রিয়াটা সরকারি নিদের্শনা মেনে করা হচ্ছে জানিয়ে বিসিবির প্রধান চিকিৎসক বলেন, ‘প্রক্রিয়াটা সম্পূর্ণ সরকারের নির্দেশনা অনুসারে আমরা অনুসরণ করছি। সরকার আমাদের যে নির্দেশনা দিচ্ছে, সেভাবেই কোভিড প্রটোকল অনুসরণ করার চেষ্টা করছি। প্রত্যেকটা প্লেয়ারের জন্যই, প্রত্যেক দলের জন্যই স্বাস্থ্য মন্ত্রণালয়ের আলাদা আলাদা নির্দেশনা আছে।’
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com