ঝামেলায় চাকরি খোয়ানো রমেশ পাওয়ার ফের ভারতের কোচ
১৩ অক্টোবর, ২০২৫ ১০:৫৩ অপরাহ্ন

  

ঝামেলায় চাকরি খোয়ানো রমেশ পাওয়ার ফের ভারতের কোচ

নিউজরুম
১৩-০৫-২০২১ ০৮:৫৫ অপরাহ্ন
ঝামেলায় চাকরি খোয়ানো রমেশ পাওয়ার ফের ভারতের কোচ

ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে ২০১৮ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় ভারতীয় নারী দলে বিরাট ঝামেলা তৈরি হয়েছিল। তখনকার ওয়ানডে অধিনায়ক মিথালি রাজের সঙ্গে হেড কোচ রমেশ পাওয়ারের দ্বন্দ্ব প্রকাশ্যে চলে এসেছিল।

যার ফলশ্রুতিতে চাকরি খোয়াতে হয় রমেশ পাওয়ারকে। ভারতের সাবেক এই ক্রিকেটার ফের নারী দলের হেড কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন, স্থলাভিষিক্ত হচ্ছেন ডব্লিউভি রমনের।

২০১৮ সালের ডিসেম্বরে ভারতীয় নারী দলের দায়িত্ব নেন রমন। তার অধীনেই ২০২০ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে ফাইনাল খেলে ভারত। তবে গত দুই বছরে দল সেভাবে আন্তর্জাতিক সিরিজ খেলতেই পারেনি।

অবশেষে করোনার মধ্যেই গত মার্চে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হোম সিরিজ আয়োজন করে ভারত। যে সিরিজে ওয়ানডেতে ৪-১ এবং টি-টোয়েন্টিতে ২-১ ব্যবধানে প্রোটিয়াদের কাছে হার মানে স্বাগতিকরা। তাতেই চাকরিটা গেছে রমনের।

নতুন করে হেড কোচ হওয়া রমেশ পাওয়ার প্রথমবার ২০১৮ সালের জুলাইয়ে অন্তবর্তীকালীন কোচ হিসেবে নিয়োগ পেয়েছিলেন। এরপর তার চাকরির মেয়াদ বাড়ে, পাওয়ারের অধীনেই ২০১৮ বিশ্বকাপ খেলতে যায় ভারত। যেখানে সেমিফাইনাল থেকে ছিটকে পড়ে দলটি।

ওই বিশ্বকাপেই বড় ধরনের ঝামেলা তৈরি হয়েছিল সিনিয়র ক্রিকেটার মিথালি রাজ আর কোচ রমেশ পাওয়ারের মধ্যে। মিথালি প্রকাশ্যেই বলেছিলেন, পাওয়ারের আচরণে তিনি হতাশ। পাওয়ার প্রত্যুত্তরে জানান, মিথালি হুমকি দিয়েছিলেন, ওপেনিংয়ে খেলতে না দিলে অবসর নিয়ে নেবেন।

ওই বিতর্কিত ঘটনার পর পাওয়ারের আর চুক্তির মেয়াদ বাড়েনি। হারমানপ্রিত কাউর আর স্মৃতি মান্ধানার মতো সিনিয়র ক্রিকেটাররা ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) কাছে লিখিত আবেদন জানিয়েছিলেন, যাতে করে পাওয়ারকে দায়িত্বে রাখা হয়। কিন্তু সেটা হয়নি।

সেই পাওয়ারকেই আবার হেড কোচের পদে ফিরিয়ে এনেছে বিসিসিআই। ২০০৪ থেকে ২০০৭ সালের মধ্যে ভারতের হয়ে দুটি টেস্ট এবং ৩১টি ওয়ানডে খেলেছেন এই অফস্পিনিং অলরাউন্ডার।


নিউজরুম ১৩-০৫-২০২১ ০৮:৫৫ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 324 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com