এয়ার অ্যাম্বুলেন্সে করে নেয়া হচ্ছে চেন্নাইয়ের দুই কোচকে
১৪ অক্টোবর, ২০২৫ ০৩:৪১ পূর্বাহ্ন

  

এয়ার অ্যাম্বুলেন্সে করে নেয়া হচ্ছে চেন্নাইয়ের দুই কোচকে

নিউজরুম
০৬-০৫-২০২১ ০৫:০১ অপরাহ্ন
এয়ার অ্যাম্বুলেন্সে করে নেয়া হচ্ছে চেন্নাইয়ের দুই কোচকে

বিশ্বের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ আইপিএল স্থগিত করা হয়েছে গত মঙ্গলবার। কিন্তু করোনা আক্রান্ত খেলোয়াড়, কোচিং স্টাফদের নিয়ে ছুটোছুটি চলছে এখনও।

চেন্নাই সুপার কিংসের অস্ট্রেলিয়ান ব্যাটিং কোচ মাইক হাসি এবং ভারতীয় বোলিং কোচ লক্ষ্মীপতি বালাজি করোনায় আক্রান্ত হন টুর্নামেন্ট চলার সময়ই। এই দুই কোচকে দিল্লি থেকে এয়ার অ্যাম্বুলেন্সে করে পাঠানো হচ্ছে চেন্নাইয়ে। বৃহস্পতিবার ফ্র্যাঞ্চাইজির একজন উর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন এই খবর।

সংবাদ সংস্থা ‘পিটিআই’য়ের সঙ্গে আলাপে চেন্নাই সুপার কিংসের ওই কর্মকর্তা জানান, ‘আমরা হাসি এবং এবং বালাজিকে এয়ার অ্যাম্বুলেন্সে করে চেন্নাই নিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছি। যাতে করে তাদের সঙ্গে আমরা ভালোভাবে যোগাযোগ রাখতে পারি এবং যে কোনো প্রয়োজনে দরকারি চিকিৎসাসেবা দেয়া যায়।’

চেন্নাইয়ের ওই ফ্র্যাঞ্চাইজি কর্মকর্তা আরও জানান, হাসি এবং বালাজি দুজনের মধ্যেই করোনার তেমন কোনো উপসর্গ প্রকাশ পায়নি। তারা শারীরিকভাবে বেশ ভালো আছেন।

তবে অস্ট্রেলিয়ান হাসিকে ভারত ছাড়তে হলে করোনা টেস্টে আগে নেগেটিভ হতে হবে বলে জানিয়েছেন তিনি। সেই পর্যন্ত অপেক্ষা করতেই হবে অস্ট্রেলিয়ার সাবেক এই ক্রিকেটারকে।

চেন্নাইয়ের ওই ফ্র্যাঞ্চাইজি কর্মকর্তা বলেন, ‘ভারত ছাড়ার আগে কোভিড নেগেটিভ রিপোর্ট পাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে হাসিকে। আমরা তার জন্য চার্টার ফ্লাইটের ব্যবস্থা করে দেব যাতে করে নিরাপদে ফিরতে পারেন।’


নিউজরুম ০৬-০৫-২০২১ ০৫:০১ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 256 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com