দৌলতদিয়ায় ঢাকাফেরত যাত্রীদের চাপ
২৪ অক্টোবর, ২০২৫ ০২:৫৫ অপরাহ্ন

  

দৌলতদিয়ায় ঢাকাফেরত যাত্রীদের চাপ

নিউজরুম
০৫-০৫-২০২১ ০৩:৪৮ অপরাহ্ন
দৌলতদিয়ায় ঢাকাফেরত যাত্রীদের চাপ

‘সর্বাত্মক লকডাউন’ উপেক্ষা করেই দৌলতদিয়া ফেরিঘাট দিয়ে রাজধানী ঢাকা ছেড়ে বাড়ি ফিরতে শুরু করেছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। ফলে দৌলতদিয়া ঘাট এলাকায় ঢাকা ফেরত যাত্রীদের চাপ বেড়েছে।

Ghat

বুধবার (৫ মে) দুপুরে সরেজমিন ঘাটে গিয়ে দেখা যায়, মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট থেকে দৌলতদিয়ার উদ্দেশে ছেড়ে আসা প্রতিটি ফেরিতেই উপচেপড়া ভিড়। গণপরিবহন বন্ধ থাকায় ছোট যানবাহন মাইক্রোবাস, প্রাইভেটকার, মাহেন্দ্রা, অটোরিকশা ও মোটরসাইকেলসহ বিভিন্ন বাহনে অতিরিক্ত ভাড়া দিয়ে যাত্রীরা তাদের গন্তব্যে যাচ্ছেন। এসময় যানবাহনগুলো ভাড়া বেশি নিলেও সামাজিক দূরত্ব নিশ্চিত করছে না। প্রতিটি সিটেই বহন করছে যাত্রী।

Ghat

যাত্রীরা বলছেন, লকডাউনে ঢাকায় এখন কাজ নেই। ঈদের সময় আসলে অনেক ভোগান্তির শিকার হতে হবে। ভাড়ায়ও গুনতে হবে দ্বিগুণ। এজন্য তারা আগেভাগেই ঢাকা ত্যাগ করছেন।

Ghat

বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট ব্যপস্থাপক ফিরোজ খান জানান, দিনে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ছয়টি ছোট ফেরি দিয়ে যানবাহন ও যাত্রী পারপার করা হচ্ছে। আর রাতে পণ্যবাহী ট্রাকসহ অন্যান্য যানবাহন পারাপারে ১৬টি ফেরি সচল রয়েছে।


নিউজরুম ০৫-০৫-২০২১ ০৩:৪৮ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 304 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com