কৃষ্ণারা সবাই করোনা নেগেটিভ
১৪ অক্টোবর, ২০২৫ ০৫:০৪ অপরাহ্ন

  

কৃষ্ণারা সবাই করোনা নেগেটিভ

নিউজরুম
২৫-০৪-২০২১ ০৫:০৩ অপরাহ্ন
কৃষ্ণারা সবাই করোনা নেগেটিভ

প্রায় দশদিন পর প্রাণঘাতী করোনাভাইরাসের হাত থেকে মুক্তি পেলেন বসুন্ধরা কিংসের পাঁচ নারী ফুটবলার। আজ দুপুরের পর তাদের সবার করোনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছে।

এছাড়া তাদের সংস্পর্শে আরও সাতজনেরও করোনা পরীক্ষা করানো হয়েছে। তাদেরও নেগেটিভ ফল এসেছে। ফলে এখন থেকে পুরো দল নিয়ে অনুশীলনে নামতে পারবেন কোচ গোলাম রাব্বানী ছোটন।

গত ১২ এপ্রিল বসুন্ধরা কিংসের ক্যাম্পে যোগ দেয়া ২১ জন ফুটবলারের করোনা পরীক্ষা করানো হয়। পরে ১৪ এপ্রিল কৃষ্ণা রানী সরকার, মনিকা চাকমা, রিতুপর্না চাকমা, আনাই মগিনি ও নীলুফার ইয়াসমীন নীলার ফলাফল পজিটিভ আসে।

ফলে এই ৫ জনকে আলাদা রুমে আইসোলেশনে রাখা হয়। প্রায় দশদিন করোনায় আক্রান্ত থাকার পর আজ তারা করোনা নেগেটিভ। গত বৃহস্পতিবার পুনরায় পরীক্ষার জন্য তাদের নমুনা নেয়া হয়েছিল। আজ দুপুরের পর এসেছে ফলাফল।


নিউজরুম ২৫-০৪-২০২১ ০৫:০৩ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 242 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com