‘কঠিন পরিশ্রমের পুরস্কার পেয়েছে শান্ত’
১৪ অক্টোবর, ২০২৫ ১২:০৬ অপরাহ্ন

  

‘কঠিন পরিশ্রমের পুরস্কার পেয়েছে শান্ত’

নিউজরুম
২২-০৪-২০২১ ০৭:৫৪ অপরাহ্ন
‘কঠিন পরিশ্রমের পুরস্কার পেয়েছে শান্ত’

কোচ রাসেল ডোমিঙ্গো ভবিষ্যতের যে বাংলাদেশ ক্রিকেট দল গড়ে তুলতে চান, তার অন্যতম উপাদান নাজমুল হোসেন শান্ত। তিন ফরম্যাটেই যে কারণে শান্তকে একাদশে রেখে দল সাজান তিনি। ব্যর্থ হলেও শান্তকে একাদশে রাখতে পছন্দ করেন তিনি।

সেই নাজমুল হোসেন শান্ত অবশেষে আস্থার প্রতিদান দিলেন। সাকিব আল হাসান দলে না থাকার সুযোগে তিন নম্বরে ব্যাট করার সুযোগ পেয়েছেন নাজমুল। সে সুযোগকে কাজে লাগিয়ে প্রথম সেঞ্চুরি পাওয়াই নয় শুধু, বিশাল একটি ইনিংস উপহার দিয়েছেন তিনি।

দ্বিতীয় দিন শেষে মিডিয়ার মুখোমুখি হলেন বাংলাদেশ কোচ রাসেল ডোমিঙ্গো। সেখানেই তিনি জানালেন, কঠোর পরিশ্রমের পুরস্কার পেয়েছে শান্ত।

রাসেল ডোমিঙ্গো বলেন, ‘আমি মনে করি শান্ত কিভাবে এই ইনিংসটি খেললো এ নিয়ে অনেক আলোচনার সুযোগ আছে। মূলতঃ অনেক ধৈয্য, লোভনীয় অনেক বল ছেড়ে দেয়া, নির্দিষ্ট স্কোরিং এরিয়ায় রান করে যাওয়া। সব মিলিয়ে দুর্দান্ত একটি ইনিংস খেলেছে শান্ত। আমি সত্যিই তার ওপর অনেক খুশি। গত কয়েক মাস ধরে কঠোর সংগ্রাম করে যাচ্ছে শান্ত। তারই পুরস্কার পেলো সে এই ইনিংসে।’


নিউজরুম ২২-০৪-২০২১ ০৭:৫৪ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 321 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com