টস হেরে ব্যাটিংয়ে রাজস্থান, আছেন মোস্তাফিজ
১৪ অক্টোবর, ২০২৫ ১২:০১ অপরাহ্ন

  

টস হেরে ব্যাটিংয়ে রাজস্থান, আছেন মোস্তাফিজ

নিউজরুম
২২-০৪-২০২১ ০৭:৫৩ অপরাহ্ন
টস হেরে ব্যাটিংয়ে রাজস্থান, আছেন মোস্তাফিজ

আইপিএলের লড়াইয়ে মুখোমুখি রাজস্থান রয়্যালস আর রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ব্যাঙ্গালুরু অধিনায়ক বিরাট কোহলি। অর্থাৎ রাজস্থান প্রথমে ব্যাট করবে।

দুই দলই তিনটি করে ম্যাচ খেলেছে। সবকটি ম্যাচ জিতে ব্যাঙ্গালুরু আছে পয়েন্ট তালিকার দুই নম্বরে। এক জয় আর দুই হার নিয়ে তালিকার সাত নম্বরে রাজস্থান।

আজও রাজস্থানের একাদশে আছেন বাংলাদেশি পেস তারকা মোস্তাফিজুর রহমান। এখন পর্যন্ত দলের সব কটি ম্যাচই খেলেছেন তিনি, তিন ম্যাচে নিয়েছেন ৩ উইকেট।

রাজস্থান রয়্যালস একাদশ
জস বাটলার, মানান ভোহরা, সঞ্জু স্যামসন (অধিনায়ক ও উইকেটরক্ষক), ডেভিড মিলার, শিভাম দুবে, রিয়ান পরাগ, ক্রিস মরিস, রাহুল তেয়াতিয়া, শ্রেয়াস গোপাল, চেতন সাকারিয়া, মোস্তাফিজুর রহমান।

রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু একাদশ
বিরাট কোহলি (অধিনায়ক), দেবদুত পাড্ডিকাল, শাহবাজ আহমেদ, গ্লেন ম্যাক্সওয়েল, এবি ডি ভিলিয়ার্স (উইকেটরক্ষক), কাইল জেমিসন, ওয়াশিংটন সুন্দর, হার্শাল প্যাটেল, কেন রিচার্ডসন, মোহাম্মদ সিরাজ, ইয়ুজবেন্দ্র চাহাল।


নিউজরুম ২২-০৪-২০২১ ০৭:৫৩ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 258 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com