শিরোনামঃ
![]() ১৬-০৪-২০২১ ০৩:২১ অপরাহ্ন |
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরো তিনজনের মৃত্যু হয়েছে। যা উপজেলায় একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এছাড়া উপজেলায় নতুন করে আক্রান্ত হয়েছেন আরো ১১ জন।
মারা যাওয়া তিনজনের মধ্যে দু’জন নারী ও একজন পুরুষ রয়েছেন। তাদের মধ্যে দুইজন মোগরাপাড়া ও একজন কাঁচপুরের বাসিন্দা।
এ নিয়ে সোনারগাঁয়ে মোট করোনা আক্রান্ত হয়েছেন এক হাজার ১০১ জন। এপর্যন্ত উপজেলায় সুস্থ হয়েছেন ৮৪৭ জন এবং মৃত্যু হয়েছে ৩৬ জনের।
শুক্রবার (১৬ এপ্রিল) সকালে সোনারগাঁয়ের পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. পলাশ কুমার সাহা এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সোনারগাঁয়ে করোনায় আরো তিনজনের মৃত্যু হয়েছে। যা উপজেলায় একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com